এই সময়: আগামী কাল, থেকে ফের কুড়মি আন্দোলনের জেরে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবার। বুধবার, ২০ সেপ্টেম্বর বেশ কয়েক দফা রাজনৈতিক দাবিতে নতুন করে আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করার পরেই বাংলা, ঝাড়খণ্ড ও ওডিশা প্রশাসনের কাছে চিঠি দিয়ে আগেভাগেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন করল দক্ষিণ-পূর্ব রেল।

Indian Railways : ফিশ-প্লেট খোলা রেখে ছ’দিন ছুটল বন্দে ভারতও! তদন্তের নির্দেশ রেল মন্ত্রকের
সোমবার সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরি বলেন, ‘অতীতে এমন আন্দোলনের জেরে কী ভাবে ট্রেন পরিষেবা ভেঙে পড়ে সেটা আমরা সবাই দেখেছি। যে ধরনের দাবি নিয়ে এই আন্দোলন, তার কোনওটাই ট্রেনের সঙ্গে সম্পর্কিত নয়। এই কারণেই আমরা তিন রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেলের দফতরে চিঠি দিয়েছি।’

Local Train News: লাইনচ্যুত মাঝেরহাট লোকাল, দমদম স্টেশনে ব্যাপক আতঙ্ক
দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, ২০২২-এর ২২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর এমন আন্দোলন চলেছিল। তার জেরে সাড়ে তিনশোর কাছাকাছি ট্রেন বাতিল করতে হয়। এরপর এ বছর ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ফের আন্দোলনে নেমে ট্রেন অবরোধ করেন কুড়মিরা। ফলে ৪০০-র কাছাকাছি ট্রেন বাতিল হয়।

Bankura News: দেবী দুর্গা সহ দেবদেবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, অজিত মাহাতোর গ্রেফতারির দাবিতে সরব সিমলিপাল
সোমবার এই আন্দোলনের যে সূচি সামনে এসেছে তার ভিত্তিতে বলা যায়, বাংলার মধ্যে পুরুলিয়ার কুস্তাউড় এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধের পরিকল্পনা রয়েছে কুড়মিদের। এছাড়াও ওডিশার জরাইকেলা এবং আঁউলাঝোরি ও ঝাড়খণ্ডের গালুডি, চান্ডিল, মুরি এবং মনোহরপুরেও ট্রেন অবরোধের পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version