আর কয়েকদিন পরেই দুর্গাপজো। হাতো গোনা আর মাসখানেক সময় বাকি। তাই জোরকদমে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শহর কলকাতার প্রায় সমস্ত বড় পুজো কমিটি। উত্তর থেকে দক্ষিণ, কমিটিগুলির মধ্যে চলছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। কেউ ইতিমধ্যেই থিমের বিষয়ে ঘোষণা করে দিয়েছে। কেউ আবার একদম পুজোতেই চমক দিতে চাইছে। যেমন সুরুচি সংঘ, এবারে তাদের পুজোয় ঠিক কী চমক থাকছে তা নিয়ে খোলাখুলিভাবে তেমন কিছু না বললেও সামাজিক সচেতনতার একটি বার্তা নিয়ে পুজোর ময়দানে নামছেন সুরুচি সংঘের কর্তারা।

কাপড়ে ব্যানার শহরজুড়ে
এই বছর ৭০তম বর্ষে পদার্পণ করেছে সুরুচি সংঘ। এই বছর তাদের ভাবনা, ‘মা তো একই অঙ্গে এত রূপ…’। এই বছর পুজোর বিষয়ে সুরুচি সংঘের অন্যতম কর্ণধার স্বরূপ বিশ্বাস বুধবার জানান, এই বছর প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে পুজোয় নামছেন তাঁরা। শহরকে প্লাস্টিক মুক্ত রাখারও উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সেই কারণে শহরজুড়ে পুজোর প্রচারের জন্য যে প্রচার করা হবে, সেখানে প্লাস্টিক বর্জনের বিষয়টিই মাথায় রাখা হবে। সেক্ষেত্রে প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হবে কাপড়ের ব্যানার। আর তার জন্য খরচ বাড়ছে প্রায় ৩২ থেকে ৩৫ শতাংশ।

Belur Math Kumari Puja : বেলুড় মঠের কুমারী পুজোর সূচনা স্বয়ং স্বামীজির হাতেই, প্রথমবারে কী হয়েছিল জানেন?
পুজোর চমক কী?
সুরুচির পুজোয় নতুন কী চমক, সেই বিষয়ে খোলসা করে কিছু না বললেও স্বরূপ বিশ্বাসের দাবি, এই বছর অভূতপূর্ব সৃষ্টি দেখতে পাবেন দর্শনার্থীরা, যা বিগত বছরগুলিতে দেখা যায়নি। তাঁর আরও দাবি, এই বছর সুরুচিই সুরুচির রেকর্ড ভাঙবে।

Puja Parikrama 2023 : পুজো পরিক্রমা এবার ঐতিহ্যবাহী ট্রামে? স্পেশাল ভাবনা পরিবহণ দফতরের
এই বছর সুরুচির পুজোর প্রধান শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। তিনিও পরিবেশকে রক্ষার বার্তাই দেন। তাঁর মতে, সমপ্র প্রাণীজগতে একমাত্র মানুষই পরিবেশকে নষ্ট করে। তাই সেই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। যার পক্ষে যতটুকু সম্ভব, তাঁকে ততটুকুই এগিয়ে আসতে হবে পরিবেশকে রক্ষার জন্য। কারণ পৃথিবাকে মানুষের বাসযোগ্য রাখা প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে পড়ে বলেই মনে করেন তিনি।

Durga Puja Tram Ride : AC ট্রামে শহরে পুজো পরিক্রমা, কী ভাবে বুকিং-খরচ কত?
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার অন্যতম প্রধান পুজো কমিটি সুরুচি সংঘ। প্রতিবছরই সুরুচির পুজো নিয়ে মানুষের মধ্যে থাকে বাড়তি উৎসাহ ও উন্মাদনা। তাদের থিম কী, বা কোন অভিনবত্ব দেখা যাবে সেখানে, তাই নিয়ে থাকে উৎসবপ্রেমী মানুষের জিজ্ঞাস্য। সেই জায়গা থেকে এবারেও যে তাদের পুজো অভিনব কিছু আনতে চলেছে, তা কমিটির কর্তাদের কথাতেই স্পষ্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version