মুর্শিদাবাদে উলটপুরাণ। শাসক দলের হাত থেকে দলীয় কার্যালয়ের পুর্নদখল নিল কংগ্রেস। যদিও, পার্টি অফিস কোনওদিনই তাঁদের ছিল না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। কংগ্রেসের হাল ফিরছে বলেই চিত্র বদলাচ্ছে, দাবি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের।

Murshidabad News : ভুয়ো শিক্ষক নিয়োগকাণ্ডে আরও এক গ্রেফতার, এবার জালে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর
কী জানা যাচ্ছে?

বুধবার খড়গ্রাম ব্লকের নগরে তৃণমূলের দখলে থাকা পার্টি অফিসের দখল নিল কংগ্রেস কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদে শক্তি ফেরাতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। মুর্শিদাবাদে কংগ্রেস যে শক্তিশালী হচ্ছে এটা তারই ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।।পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গাতে বিরোধীরা পঞ্চায়েত গঠন করেছে। বাম কংগ্রেস জোটের সামনে কার্যত বহু জায়গায় পিঠ দেখিয়ে ফিরতে হয়েছে রাজ্যের শাসক দলকে বলে দাবি কংগ্রেসের।

Jangipur College TMCP : পড়ুয়াদের বেদম মার প্রাক্তনীদের! TMCP-র দ্বন্দ্বে তোলপাড় মুর্শিদাবাদের কলেজ
তৃণমূল দখল করেছিল?

এবার পঞ্চায়েত নির্বাচনের পরে এক অন্য চিত্র দেখা গেল মুর্শিদাবাদ জেলার খরগ্রামে। মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকের অন্তর্গত উত্তর নগরে তৃণমূল কংগ্রেস জোর করে কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করেছিল। আজ সেই কার্যালয় নিজেদের দখলে নিল কংগ্রেস।

Farakka Bridge : খুলে গেল চলন্ত মালগাড়ির বগি, ফের ফরাক্কা ব্যারেজের কাছে দুর্ঘটনা!
কংগ্রেস কী বলছে?

কংগ্রেসের দাবি, আগে এই কার্যালয় তাঁদের ছিল। তৃণমূলের হার্মাদ বাহিনীরা পুলিশের মদতে জোর করে দখল করেছিল। কিন্তু বর্তমানে সাধারণ মানুষ একত্রিত হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে কংগ্রেসের হাতে তুলে দিল। যার কারণে বুধবার নতুন করে কংগ্রেসের কার্যালয় তৈরি করা হল। উত্তর নগরে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই কার্যালয় কংগ্রেসের হাতে আসতেই খুশি কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের এক নেতা বলেন, ‘ আমরা চাইলে আগে হাতে আইন তুলে নিতে পারতাম, কিন্তু আজকে সাধারণ মানুষ তৃণমূলের হার্মাদ বাহিনীর হাত থেকে আমাদের দলীয় কার্যালয়টি উদ্ধার করে দিল।’

রাতের অন্ধকারে কংগ্রেসের ওপর হামলা! কাঠগড়ায় তৃণমূল

তৃণমূল কী বলছে?

স্থানীয় এক তৃণমূল নেতৃত্ব জানান, ওই পার্টি অফিস কোনও দিন আমাদের ছিল না। ওখানে যাঁরা বসতেন তাঁরা আগে কংগ্রেসে ছিলেন। পরে তৃণমূলে যোগদান করেন। বর্তমানে তাঁরা কংগ্রেসের সঙ্গে রয়েছেন বলে জানতে পেরেছি। তাঁরাই ওখানে বসছেন। আমাদের বিরুদ্ধে পার্টি অফিস জবরদখল করার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। যদিও এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে এলাকায়। তবে পার্টি অফিসকে দখলককে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না হয়, সে ব্যাপারেই আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version