স্থানীয় সূত্রে খবর, গত রবিবার এক চালক এসেছিল,গেট বন্ধ ছিল। পাশের একটি দোকানে খোঁজখবর নিয়ে কাউকে ফোন করে সেকথা জানায়। সেই চালক কল্যাণ বাবু পূর্ব পরিচিত বলেও স্থানীয় ওই দোকানদারকে জানায়। এমনকী তাঁর কাছে বাড়িতে ঢোকার বিকল্প রাস্তারও খোঁজ নেন। কিন্তু দোকানদার কিছু না জানায় বলতে পারেননি বলে পুলিশকে জানিয়েছে। এরপর ওই ব্যক্তি ওই বাগানবাড়িতে ঢুকতে পেরেছিল কী না তা কেউ বলতে পারেনি।
তবে স্থানীয়রা জানিয়েছেন,পরের দিন অর্থাৎ সোমবার সকাল থেকে এই বাগান বাড়ি গেট খোলা। টানা তিনদিন গেট খোলাই রয়েছে। যা এতদিনে কোনও দিন দেখা যায়নি। এর মধ্যে পরিবারের কেউ ওই বৃদ্ধের খোঁজখবর নিতেও আসেনি। এরপর মঙ্গলবারই কল্যাণ বাবুর বোন তাঁর খোঁজ নিতে এসেছিলেন, তারপরই এই ঘটনা সামনে আসে। আপাতত ওই অজ্ঞাত পরিচয় গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। সন্ধান চালানো হচ্ছে BMW গাড়ি ও পোষ্যেরও।
অবশেষে নাগেরবাজার নয়াপট্টির এই হত্যাকাণ্ডে খুনের মামলা রুজু করল নাগেরবাজার থানার পুলিশ। তার আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। কীভাবে খুন ওই বৃদ্ধ তা ময়নাতদন্তের পরই জানা যাবে। পাশাপাশি, এদিন ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞ দল আসবে বলেও জানা যাচ্ছে। খতিয়ে দেখা হবে পারপার্শ্বিক তথ্য প্রমাণ।
খুনের সঙ্গে চুরি ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। বৃদ্ধের বি এম ডাব্লু গাড়িটি না পাওয়ার কারণে এই ঘটনায় চুরির মামলা রুজু করেছে পুলিশ। এই মুহূর্তে বাগান বাড়িটি সিল করে রেখেছে তদন্তকারীরা। এই ঘটনার পিছনে আসলে কী রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি চুরিতে বাধা দিতে গিয়ে কি খুন হন বৃদ্ধ? না অন্য কোন কারণ রয়েছে? সম্পত্তিগত কোনও বিবাদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।