নাগেরবাজার হত্যাকাণ্ডে ক্রমশ রহস্য দানা বাধছে। বৃহস্পতিবার দমদম নাগেরবাজারের নয়াপট্টি এলাকার বাগানবাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কল্যাণ ভট্টাচার্য (৭২)। একাই থাকতেন এই বাড়িতে সঙ্গে ছিল একটি সারমেয়। একটি BMW গাড়িও ছিল তাঁর বলে জানিয়েছে পরিবার। তবে তার জন্য কোন নির্দিষ্ট চালক ছিল না বলে জানা গিয়েছে। এক এক সময়, এক এক চালক আসতেন বাড়িতে।কল্যাণ বাবু পাড়ার কারও সঙ্গে কথা বলতেন না, মিশতেনও না। স্থানীয়রা জানিয়েছেন, বাগান বাড়ির গেট সবসময়ই বন্ধ থাকত,কখন গেট খোলা হত বা কখন বন্ধ হত তা কারও জানা ছিল না। তাই তালাবন্ধ বাড়ি দেখে কারও অস্বাভাবিক লাগেনি বলে জানিয়েছেন পাড়া প্রতিবেশী।

Uttar 24 Pargana News: তালাবন্ধ বাড়ি, ভিতরে বৃদ্ধের পচাগলা দেহ! চাঞ্চল্য দমদমে
স্থানীয় সূত্রে খবর, গত রবিবার এক চালক এসেছিল,গেট বন্ধ ছিল। পাশের একটি দোকানে খোঁজখবর নিয়ে কাউকে ফোন করে সেকথা জানায়। সেই চালক কল্যাণ বাবু পূর্ব পরিচিত বলেও স্থানীয় ওই দোকানদারকে জানায়। এমনকী তাঁর কাছে বাড়িতে ঢোকার বিকল্প রাস্তারও খোঁজ নেন। কিন্তু দোকানদার কিছু না জানায় বলতে পারেননি বলে পুলিশকে জানিয়েছে। এরপর ওই ব্যক্তি ওই বাগানবাড়িতে ঢুকতে পেরেছিল কী না তা কেউ বলতে পারেনি।

Mandarmani Beach Incident : মন্দারমণিতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের নেপথ্যে যৌন ব্যবসা? এখনও খোলেনি রহস্যের জট
তবে স্থানীয়রা জানিয়েছেন,পরের দিন অর্থাৎ সোমবার সকাল থেকে এই বাগান বাড়ি গেট খোলা। টানা তিনদিন গেট খোলাই রয়েছে। যা এতদিনে কোনও দিন দেখা যায়নি। এর মধ্যে পরিবারের কেউ ওই বৃদ্ধের খোঁজখবর নিতেও আসেনি। এরপর মঙ্গলবারই কল্যাণ বাবুর বোন তাঁর খোঁজ নিতে এসেছিলেন, তারপরই এই ঘটনা সামনে আসে। আপাতত ওই অজ্ঞাত পরিচয় গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। সন্ধান চালানো হচ্ছে BMW গাড়ি ও পোষ্যেরও।

Siliguri News : স্ত্রীকে খুন, ছোট্ট মেয়েকে নিয়ে পাড়া ভ্রমণ স্বামীর! শিলিগুড়িতে ‘ভয়ঙ্কর’ ঘটনা
অবশেষে নাগেরবাজার নয়াপট্টির এই হত্যাকাণ্ডে খুনের মামলা রুজু করল নাগেরবাজার থানার পুলিশ। তার আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। কীভাবে খুন ওই বৃদ্ধ তা ময়নাতদন্তের পরই জানা যাবে। পাশাপাশি, এদিন ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞ দল আসবে বলেও জানা যাচ্ছে। খতিয়ে দেখা হবে পারপার্শ্বিক তথ্য প্রমাণ।

Chhattisgarh News : ‘আমি দাদার মতো’, বৃষ্টির রাতে কলেজ ছাত্রীকে ফুঁসলিয়ে ধর্ষণের চেষ্টা অটোচালকের!
খুনের সঙ্গে চুরি ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। বৃদ্ধের বি এম ডাব্লু গাড়িটি না পাওয়ার কারণে এই ঘটনায় চুরির মামলা রুজু করেছে পুলিশ। এই মুহূর্তে বাগান বাড়িটি সিল করে রেখেছে তদন্তকারীরা। এই ঘটনার পিছনে আসলে কী রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি চুরিতে বাধা দিতে গিয়ে কি খুন হন বৃদ্ধ? না অন্য কোন কারণ রয়েছে? সম্পত্তিগত কোনও বিবাদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version