পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর CBI। আদালতের নির্দেশে তদন্তে নেমে রাজ্যের একাধিক পুরসভায় অভিযান চালিয়েছিল CBI। সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুজোর আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় তেড়েফুঁড়ে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করল সিবিআই। চলতি সপ্তাহে তাঁদের হাজির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Justice Amrita Sinha : বিশেষ আদালতের নির্দেশ কার্যকর নয়! কুন্তলের চিঠি মামলায় হাইকোর্টের রায়ে স্বস্তিতে CBI
CBI সূত্রে খবর, বরানগর, পানিহাটি, কামরাহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদমসহ যে কটি পুরসভায় অভিযান চালানো হয়েছিল, তাদের কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে। সংশ্লিষ্ট পুরসভার কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। CBI সূত্রে খবর, মূলত ২০১৪ সালের পর থেকে পুরসভাগুলিতে হওয়া নিয়োগ নিয়ে প্রশ্ন করা হবে। কোন কোন পদ কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই নিয়েও জানতে চাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। কারও নির্দেশে নিয়োগ করা হয়েছিল কি না, তাও জানতে চাওয়া হতে পারে।

Justice Abhijit Ganguly: ‘আর কোনও আধিকারিকের দরকার নেই…’, আদালতে মন্তব্য করে CBI ডিরেক্টরকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে গাদা গাদা নথি উদ্ধার হয়। সেই নথির ভিত্তিতেই পুরসভায় নিয়োগ নিয়ে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৭ জুন উত্তর ২৪ পরগনার ১৪টি পুরসভায় ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। সেই অভিযানের পর ফের তুঙ্গে CBI-র তৎপরতা। লোকসভা নির্বাচনের আগে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করার জন্যই CBI-এর এই তৎপরতা বলে দাবি করেছে তৃণমূল। অন্যদিকে বিরোধীদের দাবি, শুধু তৎপর হলেই হবে না দোষীদের গ্রেফতার করতে হবে।

সিবিআইয়ের তৎপরতা প্রসঙ্গে সেচমন্ত্রী পার্থ ভৌমিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘তদন্তে আমরা কোনও বাধাও দিইনি, আপত্তিও করিনি। CBI তদন্ত করুক। ২০২৪ লোকসভা নির্বাচন অবধি এরম আরও CBI-ED হবে। কিন্তু ২০২৪-র নির্বাচনের পরও তদন্তকারী সংস্থা থাকবে।’ অন্যদিকে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘সিবিআই শুধু তৎপর হয়ে তলব করলেই হবে না, যথাযথ ব্যবস্থা নিতে হবে। রাজ্যের প্রত্যেক পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। সেই তদন্ত করার জন্য পর্যাপ্ত সংখ্যায় সিবিআই অফিসার রয়েছে কি না, জানি না।’

Recruitment Scam : ‘ভুয়ো’ শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়! শিক্ষা দফতরের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত CID-র
অন্যদিকে সম্প্রতি কলকাতা হাইকোর্টে পুর নিয়োগ দুর্নীতিকে দুবাইয়ের বহুতল ‘বুর্জ খলিফা’-র সঙ্গে তুলনা করে CBI। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, ‘প্রাথমিকে নিয়োগ দুর্নীতি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়, তবে পুর নিয়োগে বেনিয়ম বুর্জ খলিফার সমান।’ সিবিআইয়ের তলব পেয়ে পুরসভার কর্মীরা এখন হাজিরা দেন কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version