রাখি সাওয়ান্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জেল খাটতে হয়েছে আদিল খানকে। : তবে জেল থেকে বেরিয়েই জলওয়া দেখানো শুরু হয়ে গেছে। কখনও তাঁকে পার্টি করতে দেখা গিয়েছে রাখির দুই প্রিয় বন্ধুর সঙ্গে। কখনও আবার পালটা তোপ দেগেছেন রাখির বিরুদ্ধে। এবার গণেশ পুজোয় ফের ভোলবদল। অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁর বর্তমান বন্ধু! খুব প্রিয় নাকি খুব স্পেশাল তা এখনও জানা নেই! Me Too বিতর্কের পর বহুদিনই অন্তরালে ছিলেন তনুশ্রী (Tanueshree Dutta With Adil Khan Durrani)। অভিনয় কেরিয়ারও শেষ বলা যায়… এবার কি তবে….?? সেসব সময় বলবে। এই সংক্রসন্ত বিষয়ে আরও আপডেট নিয়ে আমরা ফিরব বারংবার আর তাই আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version