হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, গাছপালা। এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।

Dakshin 24 Pargana News : সোশ্যাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ে, ৩ মাস পরেই ছাত্রীর রহস্যমৃত্যু! গ্রেফতার স্বামী
কী জানা যাচ্ছে?

মাত্র ১০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল গোটা এলাকা। ভেঙে গিয়েছে একাধিক গাছ, উড়েছে ঘরের চালও। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানা যায় স্থানীয় সূত্রে। এমনই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে এই ১০ সেকেন্ডের ঝড় কি টর্নেডো নাকি অন্য কিছু তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

Uttar 24 Pargana News: তালাবন্ধ বাড়ি, ভিতরে বৃদ্ধের পচাগলা দেহ! চাঞ্চল্য দমদমে
টর্নেডোর তাণ্ডব

কাশিপুর পঞ্চায়েতের সামনেও টর্নেডোর তাণ্ডব চলে। ভেঙে যায় একটা বড় আমগাছ। দোতলার বাড়ি চাল, দোকানের টিন উড়ে যায়। মূলত কাশিপুর এলাকার মানুষই এই ঝড়ের তাণ্ডব বেশি অনুভব করেন। তাঁদের দাবি, এই কয়েক সেকেন্ডের টর্নেডো বা সাইক্লোন এই এলাকা থেকে শুরু হয়ে অন্যদিকে চলে যায়। কমবেশি বেশ কিছু বাড়িতে ক্ষয়ক্ষতি হয়। সকলের মধ্যেই আতঙ্কের ছায়া পড়ে।

Baruipur News : বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! নাটকীয় কায়দায় অভিযান পুলিশের, বারুইপুরে ধৃত ১
স্থানীয়রা কী জানাচ্ছেন?

স্থানীয় বাসিন্দারা জানান, অনেকেই এমন ঝড় আগে কখনও দেখা যায়নি। পাশাপাশি ঝড় আসার আগে আবহাওয়ার যে পরিবর্তন হয় তাও কেউ বুঝতে পারেনি। সকলেই কাজে ব্যস্ত ছিল। আর তার মধ্যে এই ঝড়ের তাণ্ডব আচমকা হানা দেয়। সকলেই নিজেকে বাঁচাতে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সেইসময় ছুটোছুটি শুরু করে দিয়েছিল। তবে এই ঘটনায় কেউ এখনও পর্যন্ত আহত হওয়ার খবর নেই।

উইকএন্ড শুরু ঝমঝমিয়ে বৃষ্টি দিয়ে! কী বার্তা হাওয়া অফিসের?

আবহাওয়ার পরিবর্তন

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভালোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ ও কাল হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের উপর তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version