যেহেতু প্রতিদিন এত মানুষ কলকাতায় আসেন, তাই যাতায়াতের সুবিধার জন্য রাস্তায় থাকে প্রচুর পরিমাণে থাকে গণ পরিবহণ। বাস, অটো, ট্যাক্স, এমনকী বাইক ট্যাক্সিও । এছাড়া মানুষের নিজস্ব অর্থাৎ ব্যক্তিগত যানবাহন তো আছেই। ফলে কলকাতার রাস্তায় যানবাহনের ভিড় এবং তা থেকে সৃষ্ট যানজটও একটা স্বাভাবিক ঘটন।
অন্যদিকে শহর কলকাতায় প্রায় প্রতিদিনই চলতে থাকে কোনও না কোনও মিটিং মিছিল কিংবা ধরনা-সমাবেশ। রাজনৈতিক দল বা ধর্মী সংগঠনগুলি বিভিন্ন সময়ে কলকাতায় বিভিন্ন কর্মসূচ্র আয়োজন করে। সেই কারণেও রাস্তাঘাটে তৈরি হয় তীব্র যানজট। এছাড়া এখন চলছে বর্ষাকাল, তাই রাস্তায় কোনও জায়গায় জল জমে থাকলেও ধীরে হয়ে যায় যানবাহনের গতি।
কলকাতার আজকের ট্রাফিক চিত্র
গতকাল রাতে ও আজ ভোরে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি। আকাশের মুখ এখনও ভার। কয়েক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি হয়ে গিয়েছে। এই পরিস্থিতি আজ কেমন থাকবে শহর কলকাতার ট্রাফিক চিত্র? লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানান হচ্ছে, আজ এখনও পর্যন্ত শহরের যান চলাচল স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনও ঘটনা বা দুর্ঘটনার খবর নেই।
তবে এই বৃষ্টির পরিস্থিতিতেও কলকাতায় রয়েছে ২টি রাজনৈতিক দলের কর্মসূচি। তারমধ্যে একটি রয়েছে সকাল ১১টা নাগাদ। মিছিলটি রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জী, ডোরিনা ক্রসিং হয়ে আর আর অ্যাভিনিউয়ের দিকে যাবে। সেখানে প্রায় ১০০-১৫০ মানুষের জমায়েত হতে পারে। আবার গান্ধীমূর্তির পাদদেশে দুপুর ২টো নাগাদ একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। সেখানে ২৫০ থেকে ৩০০ মানুষের জমায়েত হতে পারে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে রাত থেকে বিভিন্ন জায়াগায় বৃষ্টি হলেও জল জমার তেমন কোনও খবর নেই বলেই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। সেক্ষেত্রে বেলেঘাটা ও সংলগ্ন এলাকায় সামান্য কিছু জল জমা ছাড়া বাকি সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক বলেই জানাচ্ছে ট্রাফিক বিভাগ।