পুজোর মুখে কলকাতার ফুটপাথে আবারও জাঁকিয়ে বসছে হকাররা। ধর্মতলা সহ শহরের বিভিন্ন ব্যস্তপূর্ণ এলাকায় ফুটপাথের সিংহভাগ অংশ চলে গিয়েছে হকারদের দখলে। ফলে ফুটপাথ দিয়ে যাতায়াত করাই মুশকিল হয়ে উঠছে। কিন্তু এর জন্য দায়ী কে? তারই ইতিবৃত্ত তুলে ধরেছেন তাপস প্রামাণিক

হকার আইন কী বলছে?

– ফুটপাতের এক তৃতীয়াংশ জায়গা ব্যবহার করতে পারবে হকাররা

– বাকিটা পথচারীদের যাতায়াতের জন্য ছেড়ে রাখতে হবে

– ১৮ বছরের কম বয়সিরা হকারি করতে পারবে না

– কলকাতার ৫৮টি ক্রসিংয়ে কম করে ৫০ ফুট জায়গা ফাঁকা রাখতে হবে

– বাড়ি কিংবা দোকানের গেট ছেড়ে বসতে হবে

– পিচ রাস্তার উপর হকারি করা নিষেধ

Kolkata Grand Hotel : গ্র্যান্ড হোটেলের সামনে কী ভাবে স্থায়ী হকাররাজ? প্রশ্ন হাইকোর্টের
কোথায় হকারদের দাপট বেশি:

ধর্মতলা, গড়িয়াহাট, শিয়ালদহ, হাতিবাগান, বউবাজার, রবীন্দ্রসদন, বড়বাজার, বেহালা, যাদবপুর

নিয়ম কীভাবে ভাঙছে হকাররা:

– গড়িয়াহাট, হাতিবাগান, শিয়ালদহে ফুটপাথের অর্ধেকটাই হকাররা দখল করে নিয়েছে

– ধর্মতলায় মেট্রোর গেট আটকে ব্যবসা করছে

– কলকাতা পুরভবন এবং নিউ মার্কেটের সামনে পিচ রাস্তার উপর পসরা সাজিয়ে বসছে রোজ

Howrah Local Train : IRCTC-র দোকানে ব্যাপক ভাঙচুর-লুঠ! হকার বিক্ষোভে উত্তাল বালি স্টেশন
– ধর্মতলায় ফুটপাথে সোফা পেতে হকার সংগঠনের অফিস

– শিয়ালদহ, বউবাজারে ফুটপাথ জুড়ে খাবারের হোটেল

– নিউ মার্কেটের সামনে গাড়ির উপর হকিং

– রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের গেটের সামনেই স্টল

– কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচিলের সামনে পরপর খাবারের স্টল

কলকাতা পুরসভা কী করছে?

– টাউন ভেন্ডিং কমিটি গঠন

– হকার সার্ভে করা হয়েছে

Kolkata Traffic Report: পুজোর শপিংয়ে যানজটের ভোগান্তি? জেনে নিন শহরের রাস্তার অবস্থা
– হকারদের তালিকা বানানো হয়েছে

– রেজিস্ট্রেশন শুরু হয়েছে

– মাসিক ফি আদায়ের পরিকল্পনা

– হকারদের জন্য শেড তৈরি

‘হকার উচ্ছেদ ঠেকাতে এখন আইন তৈরি হয়েছে। প্রশাসন চাইলেই আগের মতো তাদেরকে জোর করে তুলে দিতে পারে না। আমরাও চাই হকাররা নিয়ম মেনে ব্যবসা করুক। হকারদের সুবিধার্থে আমরা বেশ কিছু জায়গায় ছাউনি বানিয়ে দিয়েছি। পথচারীদেরও যাতে কোনও অসুবিধা না হয় সেটাও হকারদের দেখা উচিত।’….. ফিরহাদ হাকিম (কলকাতার মেয়র)

‘পুজোর সময় প্রত্যেকবার শহরে হকার বেড়ে যায়। এটা নতুন কোনও ঘটনা নয়। কেউ যদি নিয়ম ভাঙে সেটা পুলিশের দেখার কথা।’…. দেবাশিস কুমার (কলকাতা পুরসভার মেয়র পারিষদ)

Kolkata Municipal Corporation : রাস্তা সারানো নিয়ে টানাপোড়েন পুরসভায়, ফাঁপরে অফিসাররা
‘থানার সার্জেন্টরা পয়সা নিয়ে বেআইনি ভাবে ফুটপাথে হকার বসাচ্ছে। সেজন্যই হকাররা পুলিশকে ভয় পাচ্ছে না? টাউন ভেন্ডিং কমিটির মিটিংয়ে পুলিশেরও প্রতিনিধি থাকে। কিন্তু তারা যদি কথা না শোনে এই সমস্যা কোনও দিন মিটবে না।’- শক্তিমান ঘোষ (হকার সংগ্রাম কমিটির সম্পাদক)

‘পুজোর সময় বাড়তি রোজগারের আশায় অনেকে হকারি করতে নেমে পড়ে। তাতে নেতাদের দু’টো পয়সা হয়। আবার পুলিশেরও কিছু ইনকাম হয়। এটা রোখার জন্য প্রশাসনের দিক থেকে কোনও তাগিদ দেখতে পাই না। যতদিন না হকারদের আইনের আওতায় আনা হচ্ছে ততদিন এই সমস্যা মিটবে না।’…. সমরেশ মুখোপাধ্যায় (হকার উন্নয়নের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version