দীর্ঘ এক বছরের অপেক্ষা প্রায় শেষের মুখে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর খুব বেশিদিন বাকি নেই। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সর্বত্র পুজো পুজো গন্ধ। যাঁরা ঘুরতে ভালোবাসেন, দুর্গাপুজোর ছুটিতে তাঁদের প্ল্যান সাড়া। প্রত্যেক বছরের মতোই এবারও দুর্গাপুজোয় প্রচুর পর্যটক ভিড় জমাবেন উত্তরবঙ্গে। সেখান থেকে কারও গন্তব্য দার্জিলিং, কেউ বা রওনা দেবেন সিকিম-গ্যাংটকের উদ্দেশে। আর পুজোর আগেই রাজ্যের পর্যটকদের জন্য সুখবর।

Siliguri Landslide: শিলিগুড়ির রাস্তায় ধসের জেরে ঘুরপথে গাড়ি, বুকিং বাতিলের আশঙ্কায় হোটেল-গাড়ি মালিকরা
দুর্গা পুজোর আঘেই চালু হচ্ছে বাগডোগরা-গ্যাংটক নয়া হেলিকপ্টার পরিষেবা। সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং এই ঘোষণা করেছেন। নয়া হেলিকপ্টারে যাত্রীদের জন্য ২৭টি আসন বরাদ্দ থাকবে। যাত্রীদের জন্য ২৫টি ও ভিভিআইপিদের জন্য ২টি আসন বরাদ্দ করা হচ্ছে। আগেই এই রুটে পাঁচ আসনের কপ্টার পরিষেবা চালু করেছিল সিকিম সরকার। ভাড়া নেওয়া হত ৩ হাজার ৫০০ টাকা। কিন্তু কপ্টারে মাত্র পাঁচটি আসন থাকার কারণে সমস্যার মুখোমুখি হতেন পর্যটকরা। সেই কারণে বেশি আসনের কপ্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পুজোর আগে এই হেলিকপ্টার পরিষেবা চালু করা হলে উত্তরবঙ্গের পর্যটনে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং ও ডুয়ার্সের রিসর্ট ও হোটেল শিল্পেও এর প্রভাব পড়তে পারে। সেই কারণে এবার উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমেও পুজোর মরশুমে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Toy Train Darjeeling : পুজোয় দার্জিলিং যাচ্ছেন? টয় ট্রেন নিয়ে দারুণ খবর জানাল রেল
ধসের কারণে বিভিন্ন সময়ই অবরুদ্ধ হয়ে পড়ে শিলিগুড়ি ও সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক। সেই সময় হয়রানির মুখে পড়তে হয় পর্যটকদের। আটকে পড়ার কারণে অনেক সময়ই পর্যটকদের বিমান বা ট্রেন ধরতে সমস্যার মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রেও পর্যটকরা জরুরি ভিত্তিতে এই হেলিকপ্টার পরিষেবার সুযোগ নিতে পারবেন।

Kolkata To Cooch Behar Flight : নাইন সিটার বিমানে আশ মিটছে না রাজার শহরের
হেলিকপ্টারে বাগডোগরা থেকে সিকিমের গ্যাংটক অবধি যেতে ৩৫ মিনিটি সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে এখনও কত টাকা ভাড়া নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সিকিমের পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, ভাড়ার বিষয়টি চূড়ান্ত করতে হেলিকপ্টার সংস্থার সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত হয়ে গেলেই তা জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে সিকিম পর্যটন দফতর সূত্রে খবর, আগের তুলনায় ভাড়ার অঙ্কে খুব বেশি বদল হবে না।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version