আধার, ক্রেডিট কার্ড দিয়ে জালিয়াতির পর এবার ভালো অঙ্কের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ বিধাননগরে। প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।ধৃতের নাম কৌস্তভ নাগ চৌধুরী। আজ তাকে বিধান নগর কোর্ট এ তোলা হয়।

Cyber Fraud Kolkata Police : ‘আত্মীয়’ বেশে ভিডিয়ো কল, গল্প ফেঁদে মোটা টাকা প্রতারণা! শিকার বালিগঞ্জের বৃদ্ধ
কী জানা যাচ্ছে?

পুলিশ সূত্রে খবর, গত ৪ সেপ্টেম্বর তারিখে সল্টলেক ছয়নাভির এক বাসিন্দা বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ করেন। তিনি অভিযোগ জানান, যে ওই এলাকায় একটি অফিস হয়েছে যেখান থেকে লোন দেওয়া হয়। এই খবর পেয়ে অভিযোগকারী ওই অফিসে যোগাযোগ করেন। তাঁর লোন এর প্রয়োজন বলে। সেইমতো তাঁর সঙ্গে একজনের যোগাযোগ হয়। তখন তাঁকে লোন পাইয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। তার জন্য কিছু টাকা দিতে হবে। এই ভাবে বিভিন্ন ধাপে বিভিন্ন অজুহাতে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়।

Kolkata Police Pranam Scheme : প্রতারণা ‘প্রণাম’ নামেও নালিশ পুলিশে
এরপর কী হল?

দীর্ঘদিন চলে যাওয়ার পরেও লোন না পেলে তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। আর্থিক প্রতারণার জালে পড়েছেন বুঝতে পেরে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বেলেঘাটার বাসিন্দা কৌস্তভ নাগ চৌধুরীকে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিধান নগর কোর্ট তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

Biometric Fingerprint : জমি-ফ্ল্যাট রেজিস্ট্রিতেও ‘বায়োমেট্রিক’ প্রতারণার বিপদ! ওয়েবসাইট থেকেই আঙুলের ছাপ-আধার চুরি
প্রতারণার ফাঁদ

গত মঙ্গলবার এরকমই এক ধরনের প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা যায়, নামী কোম্পানি থেকে লোন পাইয়ে দেওয়ার নামে ফাঁদ পেতেছিল কিছু অসাধু ব্যক্তি। চলতি বছরের গত জানুয়ারি মাসের ১২ তারিখে বাগদার শ্রীনাথ বিশ্বাস নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। লক্ষাধিক টাকার প্রতারণা করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মোট ১০ জনকে গ্রেফতার করে বনগাঁ সাইবার থানার পুলিশ।

পুরসভায় নিয়োগ! ভুয়ো বিজ্ঞাপন! শুরু ফর্ম ফিলআপ!

আধার নিয়েও প্রতারণা

গত কয়েকদিনে আধার কার্ডের বায়োমেট্রিক জাল করে একাধিক প্রতারণার কথা উঠে এসেছে। বায়োমেট্রিক জালিয়াতি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব করে দেওয়া হচ্ছে বলে একের পর এক অভিযোগ আসতে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এছাড়াও সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় ক্রেডিট কার্ডের নামে প্রতারণার অভিযোগ ওঠে। ইতিমধ্যে বায়োমেট্রিক জালিয়াতি রুখতে কলকাতা ও রাজ্য পুলিশের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে।

খবর সম্পর্কে আপডেটেড থাকুন, জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্রুপ। লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version