Micro Art : একটি ছোট্ট পোস্ত দানা ভালো করে খালি চোখে দেখা যায় না। সেই পোস্ত দানার উপর অপূর্ব শিল্পকর্ম ফুটিয়ে তুলল বাঁকুড়ার এক যুবক। ক্ষুদ্র জিনিসের উপর শিল্পকর্ম ফুটিয়ে তোলার দক্ষতা দেখে হতবাক সকলেই। পুজোর আগে তার নতুন সংযোজন পোস্ত দানার উপরে কাশফুলের ছবি ফুটিয়ে তোলা

Bankura News: গাড়ি থেকে রাস্তায় ছড়িয়ে পড়ছে ইঞ্জেকশনের সূচ, কাটা অঙ্গপ্রত্যঙ্গের অংশ! মেডিক্যাল বর্জ্য নষ্টে চরম গাফিলতির ছবি
কী জানা যাচ্ছে?

ছোট্ট পোস্ত দানাতে প্রাণ পেল আগমনীর বার্তা বাহক ‘কাশফুল’। নজির গড়লেন বাঁকুড়ার যুবক অঙ্কুর সামন্ত। নীল আকাশ আর কাশফুলের সারি যেন জানান দিচ্ছে শারদীয়া আসন্ন। পশ্চিমবাংলার বিভিন্ন অলিতে গলিতে মণ্ডপে মণ্ডপে প্রাণ পাচ্ছে আগমনীর রূপ। এইবার একটা ছোট্ট পোস্ত দানায় প্রাণ পেলেন মা দুর্গার আগমনের বার্তাবাহক ‘কাশফুল’।

Durga Puja 2023 : নীলকর সাহেবের সম্পত্তিতেই গড়ে ওঠে জমিদারি, বাঁকুড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী ব্যাঘ্রবাহিনী
তাক লাগাচ্ছে অঙ্কুর

বাঁকুড়া জেলার ওন্দার তেল্লা গ্রামের বাসিন্দা অঙ্কুর সামন্ত। এক মিলিমিটারেরও কম একটি পোস্ত দানায় কাশফুল এঁকে নজির গড়লেন তিনি৷ অঙ্কুর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার পর ভর্তি হয় বিটেক ডিগ্রী অর্জনের জন্য। কিন্তু মাঝপথে বাবার মৃত্যুর জন্য ব্যবসার হাল ধরতে হয় তাঁকে। যে কারণে তাঁর বিটেক ডিগ্রি অর্জন সম্পূর্ণ হয়নি। সে ওন্দার তেল্লা গ্রামেই একটা ছোট্ট হার্ডওয়ারের দোকান সামলায়।

Bankura News: ৬০ নং জাতীয় সড়কে রেল ওভার ব্রিজের কাজের জেরে দফায় দফায় বন্ধ যান চলাচল, বিকল্প পথ কী কী?
কাজের সঙ্গে শখের টান

কথায় বলে না ‘প্রতিভাকে আটকানো যায় না’। তারই বহিঃপ্রকাশ দেখা গেল এই ধরনের শিল্পকর্মে। এর আগেও সে ছোট্ট পোস্ত দানায় ভারতের জাতীয় পতাকা এঁকে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এ জায়গা করে নিয়েছে। এই ক্ষেত্রেও তার ইচ্ছে সে যেন যোগ্য সম্মান পায়। অঙ্কুর পরবর্তীতে আরো নজির বিহীন শিল্প সৃষ্টির ইচ্ছে প্রকাশ করেছেন।

গ্রামে স্কুল নেই! বিদ্যাসাগরের জন্মদিনে পথে ছোটরা!

কী জানাল অঙ্কুর

অঙ্কুর জানাল, অনেকেই এরকম ছোট জিনিসের উপর বিভিন্ন শিল্পকর্ম করে থাকে। ছোট চাল বা সর্ষের দানার উপর এরকম কাজ অনেকেই করেছে। আমি আরও কিছু ছোট জিনিসের উপর এটা করতে চাইছিলাম। সেই কারণে একটি পোস্ত দানার উপর এটা করলাম। অঙ্কুর জানায়, কাজটি খুব কঠিন ছিল। খালি চোখে প্রায় চল্লিশ মিনিট লেগেছে ছবিটি ফুটিয়ে তুলতে। আগামী দিনে এরকম আরও আকর্ষণীয় নিপুণ শিল্পকর্ম ফুটিয়ে তোলার ইচ্ছে রয়েছে তাঁর। সেই কারণে কাজের ফাঁকে তিনি চর্চা শুরু করেন তাঁর এই শখের শিল্পকর্মকে আরও নিখুঁত করে তুলতে।

ব্রেকিং নিউজ থেকে খবরের বিশ্লেষণ, সব খবরের আপডেট পেতে এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্ৰুপ, ক্লিক করুন : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version