অনলাইনে লুডো খেলতে গিয়ে পরিচয়৷ সেই থেকে ঘনিষ্ঠতা, যা গড়িয়েছিল শারীরিক সম্পর্কেও৷ শেষ পর্যন্ত প্রেমিকা বিয়ে না করায় ঘনিষ্ঠ মুহূ্র্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মালুবসান গ্রামে৷ ধৃত যুবকের নাম স্বরূপ ঘাঁটি৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, নিজের কাজের ফাঁকে অনলাইনে লুডো খেলার অভ্যাস ছিল স্বরূপ ঘাঁটির। সেই লুডো খলতে গিয়েই একশো কিলোমিটার দূরে পটাশপুরের অমর্ষি এলাকায় এক যুবতীর সঙ্গে আলাপ হয় তার। বিবাহিত হওয়া সত্ত্বেও ধীরে ধীরে ওই যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে স্বরূপ৷ সেই থেকে দু’জনের মধ্যে মেলামেশা ও ঘনিষ্ঠতা বাড়ে। গত তিন বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

Fake CBI Arrested: লাখ লাখ টাকা প্রতারণা, দত্তপুকুর থেকে পুলিশের জালে ভুয়ো মহিলা CBI
ওই যুবতী তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি স্বরূপর। সেই থেকে স্বরূপের নিজের সংসারে অশান্তি তৈরি হয়। পটাশপুরের যুবতীকে বিয়ে করার পরিকল্পনায় নিজের স্ত্রীর সঙ্গে আইনিভাবে সম্পর্ক ছিন্ন করে স্বরূপ। এরপর স্বরূপ ওই যুবতীকে বিয়ে করতে চাইলে, সম্পর্কের কথা অস্বীকার করেন যুবতী। গোপনে ওই যুবতীর অন্যত্র বিয়েও হয়ে যায়। এই খবর শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে স্বরূপ। এরপরেই প্রতিশোধ নিতে যুবতীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় ওই সে।

Malda News : অন্য যুবকের সঙ্গে ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল স্বামীর! ‘চরম’ সিদ্ধান্ত মালদার বধূর
এদিকে যুবতীর নতুন সংসারে এই ঘটনা জানাজানি হতেই অশান্তি তৈরি। ঘটনায় যুবতীর মা স্বরূপ ঘাঁটির বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত নেমে বৃহস্পতিবার রাতে মহিষাদলের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সমাজ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার কথা অভিযুক্ত স্বরূপ ঘাঁটি স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

Uttar 24 Pargana News : ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ফাঁসের হুমকি, টাকা আদায়! পুলিশকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
প্রসঙ্গত, অনলাইন মাধ্যমে পরিচয়ের পর সেখান থেকে অপরাধের ঘটনা এর আগেও উঠে এসেছে। গত মে মাসে, চাকরি দেওয়ার নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। তদন্তে নেমে কৃষ্ণনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই যুবকের নাম শাশ্বতকুমার দে, বাড়ি কৃষ্ণনগরে। সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানা এলাকার নারায়ণপুরের বাসিন্দা এক গৃহবধুর সঙ্গে কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল ওই যুবকের। সেই আলাপ থেকেই বধূকে চাকরি দেওয়ার টোপ দেয় সে, যা বিশ্বাস করেন ওই বধূ।

Malda News : অন্য যুবকের সঙ্গে ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল স্বামীর! ‘চরম’ সিদ্ধান্ত মালদার বধূর
অভিযোগ, সুযোগ বুঝে যুবক নগদ ৫ হাজার টাকা এবং ৮০ হাজার টাকার সোনার গয়নাও হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপরেই বধূকে মায়াপুরের একটি হোটেলে নিয়ে গিয়ে সে ধর্ষণ করে বলে অভিযোগ। অবশেষে তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে টাকা ও গয়না ফেরত চান বধূ। কিন্তু যুবক তা ফেরত দিতে রাজি হয়নি। এরপরেই থানার দ্বারস্থ হন বধূ। যার ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

সারাদিন যা যা ঘটছে, তার সমস্ত আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version