দুর্গাপুজোর দিনগোণা শুরু হয়ে গিয়েছে। ভ্রমণপ্রেমী বাঙালির পুজোর বুকিংও প্রায় সাড়া। আর এর মধ্যেই শনির সকালে দার্জিলিঙে লাইনচ্যু হল টয় ট্রেন। শনিবার ঘুম স্টেশনের কাছে যাত্রীবাহী একটি টয়ট্রেন লাইনচ্যুত হয়, রেল সূত্রে এমনটাই খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টয় ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় কোনও হতাহত বা আহত হওয়ার খবর নেই। তবে এই নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

রেল ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় টয়ট্রেনটি। ঘুম স্টেশনে আসা অবধি টয়ট্রেনটিতে কোনও সমস্যা ছিল না। কিন্তু ঘুম স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই টয়ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঝাঁকুনি ও বিকট শব্দ করে থেমে যায় টয়ট্রেনটি। আওয়াজে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কের কারণে অনেকেই টয়ট্রেনের টিকিট বাতিলও করে দেন।

Mathura Train Accident : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা! মথুরার লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন
দুর্ঘটনার সময় ট্রয়ট্রেনের মধ্যে থাকা অমলেশ কুণ্ডু নামে এক যাত্রী বলেন, ‘পরিবার বন্ধুবান্ধব নিয়ে এখানে বেড়াতে এসে এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। এটাও মোটেও হালকা করে নেওয়ার মতো বিষয় নয়। এখানে এত পর্যটকদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। মাঝেমধ্যেই ট্রেন লাইনচ্যুত হওয়াক ঘটনা ঘটে। কিন্তু সেই অভিজ্ঞতা আমাদেরও হবে, তা বুঝে উঠতে পারিনি।’

Local Train News: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, নৈহাটিতে বেলাইন মালগাড়ি
শুভম লিম্বু নামে দার্জিলিঙের স্থানীয় বাসিন্দা বলেন, ‘টয়ট্রেন নিয়ে পর্যটকদের মধ্যে সবসময়ই আগ্রহ থাকে। কিন্তু মাঝেমধ্যেই আমাদের দার্জিলিঙে মাঝমধ্যেই টয়ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষকে এই নিয়ে আরও বেশি করে সতর্ক হতে হবে। এদিনও ঘুম স্টেশন ছাড়ার পর টয়ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ভিতরে থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অনেকেই আওয়াজ শুনে চিৎকার করে ওঠেন।’

অন্যদিকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর প্রিয়াংশু এপ্রসঙ্গে বলেন, ‘শনিবার সকালে ঘুম স্টেশনের কাছে শিলিগুড়িগামী একটি টয়ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটিকে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রী বা পর্যটকদের আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। এই মুহূর্তে পরিষেবা স্বাভাবিক রয়েছে।’
Jungle Safari in Dooars : ডুয়ার্সে হাতি সাফারিতে বিপত্তি! পুজোর আগে জঙ্গলপ্রেমী পর্যটকদের জন্য দুঃসংবাদ
উল্লেখ্য, প্রত্যেকবার পুজোয় প্রচুর সংখ্যক মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দার্জিলিংসহ পাহাড়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে যান। পুজোর ঠিক আগে এই ধরনের দুর্ঘটনা যাত্রীদের মধ্যে আরও আতঙ্ক তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এতে টয়ট্রেনের বুকিংয়ের উপর কোনও প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার।

সব খবর জানুন এই সময় ডিজিটালে। জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যালেন। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version