Dakhin Dumdum Municipality: ভয়াল রূপ ধরেছে ডেঙ্গি। রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ঘরে ঘরে ডেঙ্গি আক্রান্তের ভিড়। উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভায় অবস্থা রীতিমতো ভয় ধরাচ্ছে। একপ্রকার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই পুরসভার অবস্থা। গত কয়েকদিনের একের পর এক মৃত্যু এই পুরসভায়। এদিন সকালে দক্ষিণ দমদম পুরসভার বাসিন্দা আরও এক তরুণীর মৃত্যু হল রবিবার সকালে। এর সঙ্গে শুধু দক্ষিণ দমদম পুরসভায় মৃতের সংখ্যা দাঁড়াল সাত।

Dengue in Kolkata : ডেঙ্গির ‘হটস্পট’ দমদম? ফের এক বৃদ্ধার মৃত্যু পুর এলাকায়

এদিন ভোরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক কুড়ি বছরের তরুণী। তাঁর নাম সমাপ্তি মল্লিক (২০)। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে এরপরেই তার চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে। শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর গভীর রাতে তাঁর মৃত্যু হয়। শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি বলে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদমে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭, যা নিয়ে অত্যন্ত আতঙ্কিত এলাকার মানুষজন।

Kunal Ghosh: ‘মশা অবুঝ প্রাণী…জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতন করা যায় না’, ডেঙ্গি পরিস্থিতি কুণালের মন্তব্য ঘিরে হইচই

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, বাছাই করা সেরা খবরের আপডেট, খবরের পিছনের খবর এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version