কলকাতার রাস্তায় ফুটপাথবাসী, ভবঘুরেদের জন্য মানবিক উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এ বছরেই সারা রাজ্যে তাঁদের জন্য ১০৯ টি আশ্রয় স্থল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় শহর জীবিকা মিশনের আওতায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এই কাজ করবে বলে জানা গিয়েছে।

Nursing Student Body Recovered In Kolkata : আর এন টেগরের নার্সিং ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের
আর কী জানা যাচ্ছে?

কলকাতা শহরাঞ্চলে গৃহহীন প্রচুর মানুষ রয়েছেন। শহরের ফুটপাথ তাঁদের আশ্রয়স্থল। এইরকম ভবঘুরে, গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। জানা গিয়েছে, গোটা রাজ্যেই এই ধরনের ৫৫ টি আশ্রয়স্থল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরও ৪৪টি আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে শহরাঞ্চলে। কলকাতা শহরে মোট ৭০টি এইরকম কেন্দ্র গড়ে তোলা হবে।

Traffic Update Kolkata : গান্ধী জয়ন্তীতে শহরে মিটিং-মিছিল? সপ্তাহের শুরুতেই ভোগান্তি, জানুন ট্রাফিক আপডেট
কী সিদ্ধান্ত গ্রহণ?

পুর ও নগরোন্নয়ন দফতর ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি কেন্দ্রে মোট ৫০ টি শয্যার ব্যবস্থা করা হবে। আগামী দিনে শয্যার সংখ্যা বাড়ানো হতে পারে। বর্তমানে কিছু নাইট শেল্টার রয়েছে কলকাতা শহরে। তবে সেগুলির সর্বসাকুল্যে শয্যা সংখ্যা ৬৫০ কাছাকাছি। কিন্তু শহরে যে পরিমাণ ফুটপাথবাসী বা ভবঘুরে রয়েছে, তার থেকে শয্যা সংখ্যা অনেকটাই কম।

Kolkata Cyber Crime : শহরে অভিনব প্রতারণা, জালে গৃহবধূ! উইকএন্ড ট্রিপের স্বপ্নে টাকা হাপিস
কীরকম আশ্রয় কেন্দ্র?

জানা গিয়েছে, প্রতিটি আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যকর পরিচ্ছন্ন পরিবেশ, শৌচালয়ের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা রাখা হবে। একেকটি এই ধরনের আশ্রয় কেন্দ্র গড়ে তুলতে দেড় কোটি টাকার কাছাকাছি খরচা হতে পারে বলে জানা গিয়েছে। বিভিন্ন পুরসভাগুলি রাত্রিকালীন অভিযান চালিয়ে ফুটপাথবাসী বা এই আশ্রয় কেন্দ্রের জন্য উপযুক্ত মানুষকে চিহ্নিতকরণের কাজ করবে। তাঁদেরকে এই আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে।

ট্যাবু ভেঙে ঋতুস্রাব নিয়েই এবার পাঁচের পল্লির থিম!

রাজ্যে ফুটপাথবাসী

গোটা রাজ্যে জুড়েই বিভিন্ন জায়গায় বাস ডিপো, রেল স্টেশন বা ফুটপাথ জুড়ে অনেকেই রাত্রিবাস করেন। ২০১১ সালের জনগণনা অনুযায়ী কলকাতায় ভবঘুরে বা আশ্রয়হীনের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। তবে সেই সংখ্যাটা বর্তমানে অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কলকাতা শহরে একটি সমীক্ষা করেছে কলকাতা পুলিশ। সেখানে দেখা গিয়েছে, সব মিলিয়ে ১০ হাজারের কাছাকাছি ফুটপাথবাসী রয়েছে এই শহরে। আগামী দিনে রাজ্য জুড়ে এই ধরনের আশ্রয় কেন্দ্রের সংখ্যা যাতে বাড়ানো যায় সে ব্যাপারেও চিন্তাভাবনা করা হতে পারে।

সব খবরের টাটকা আপডেট রাখতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version