আধার প্রতারণার একের পর এক ঘটনা নিয়ে আতঙ্কিত গোটা রাজ্যবাসী। এর মাঝেই আরও এক প্রতারণার হদিশ। দুর্গাপুজোর সামনে অনলাইন কেনাকাটার কারণে পার্সেল হাতে ডেলিভারি বয়ের আনাগোণা লেগেই থাকে। এর মধ্যে পার্সেল দেওয়ার নামে প্রতারণার একাধিক অভিযোগ এসেছে পুলিশের কাছে। কলকাতা, ব্যারাকপুর ও বারাসতে এমন বেশ কিছু অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে।

Cyber Fraud Kolkata Police : ‘আত্মীয়’ বেশে ভিডিয়ো কল, গল্প ফেঁদে মোটা টাকা প্রতারণা! শিকার বালিগঞ্জের বৃদ্ধ
মূলত মহিলারা ‘টার্গেট’ প্রতারকদের। শিক্ষিকা, আইনজীবী বা চাকরিরত মহিলাদের কাছে আসছে প্রতারকদের ফোন। ভুয়ো ফোনে দাবি করা হচ্ছে, পুজোর উপহার তাঁদের বাড়ির ঠিকানায় পার্সেল করে দেওয়া হয়েছে। কে পার্সেল পাঠালো? বুঝে ওঠার আগেই মুম্বই পুলিশ, দিল্লি পুলিশ, এনসিবি বা সিবিআইয়ের নাম করে আসছে দ্বিতীয় ফোন। ওপারে থাকা ব্যক্তি দাবি করছে, তাঁদের নামে আসা পার্সেল থেকে মাদক পাওয়া গিয়েছে।

Aadhaar Biometric Lock : বায়োমেট্রিক হাতিয়ে আর্থিক প্রতারণা, ‘হটস্পট’ কলকাতাকে বাঁচাতে অর্থ দফতরকে বার্তা পুলিশের
এরপরই পুরনো ছকে প্রতারণার জাল বিস্তারের চেষ্টা। মাদক উদ্ধারের ভয় দেখিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে নেওয়ার জন্য মহিলাদের প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রতারকরা যে মহিলাদের ‘টার্গেট’ করছে, তাঁদের কাছে ভুয়ো সমনও পাঠানো হচ্ছে। সেখানে পুলিশ ও আদালতের ভুয়ো লোগোও ব্যবহার করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকদের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই দু’জন ৫০ হাজার টাকা করে খুইয়েছেন। তাঁদের দু’জনই পেশায় শিক্ষিকা। কিন্তু টাকা দেওয়ার পরও ‘ব্ল্যাকমেল’ করে প্রতারকদের ফোন করা বন্ধ হচ্ছে না। এক পুলিশ আধিকারিক টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘সামাজিক সম্মান অক্ষুণ্ন রাখতে গোটা বিষয়টি পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের থেকে চেপে যাওয়ার পরামর্শও দিচ্ছ প্রতারকরা।’

কলকাতা পুলিশের সতর্কবার্তা

কলকাতা পুলিশের এক আধিকারিক এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সিবিআই, পুলিশ বা এনসিবির নামে ফোন করা হতে পারে। সেখানে অফিসার পরিচয়ে আপনাকে বলা হবে, আপনার নামে থাকা পার্সেল থেকে মাদক পাওয়া গিয়েছে। আপনাকে ভিডিয়ো কল করে পার্সেল দেখানোও হতে পারে। ভুয়ো সরকারি সিল থাকা নথি পাঠিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নিতে বলা হবে। এরপর অনলাইনে একটি ফর্ম ফিলআপ করার কথা বলবে প্রতারকরা। ফর্ম ফিলআপের লিঙ্কে ক্লিক করলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যাবে। সেই কারণে এই বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে।’

দেশ থেকে দুনিয়া, খেলা থেকে বিনোদন… সব খবর সবার আগে এই সময় ডিজিটালে। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version