জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাপযুদ্ধের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে, (India vs England, ICC World Cup 2023 Warm-Up Match) ভারতের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ বৃষ্টির জন্য় ভেস্তে গিয়েছিল। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা আগামিকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন তিরুঅনন্তপুরমে (India vs Netherlands, ICC World Cup 2023 Warm-Up Match)। এখন প্রশ্ন এই ম্য়াচে কি দলের মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) খেলবেন? একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে যে, বিরাট ‘পার্সোনাল ইমারজেন্সি’ দেখিয়ে, বিরাট বিশেষ অনুমতি নিয়ে জাতীয় দল ছেড়েছেন। তিনি গুয়াহাটি থেকেই ফিরে গিয়েছেন মুম্বইতে। দলের সঙ্গে আসেননি তিরুঅনন্তপুরমে। বিসিসিআই-এর এক সূত্রকে উদ্ধৃত করে এক স্পোর্টস ওয়েবসাইট লিখেছে, ‘বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে যে, ব্য়ক্তিগত কারণেই বিরাট মুম্বই ফিরে গিয়েছেন। বিরাট দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন।’

আরও পড়ুন: Yuvraj Singh | ICC World Cup 2023: এই ক্রিকেটার হবেন যুগশ্রেষ্ঠ, মাতাবেন কাপযুদ্ধও, বিরাট ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

এখন প্রশ্ন বিরাটের এমনকী ঘটল জীবনে, যার জন্য তাঁকে সাময়িক ভাবে দ্রাবিড়ের সংসার ছাড়তে হল। মুম্বইয়ের বিনোদন দুনিয়ায় কান পাতলে জানা যাচ্ছে যে, বিরাট দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন। অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। স্ত্রীর পাশে থাকতেই বিরাটকে চলে আসতে হয়েছে মুম্বইতে। তাহলে কি দ্রুতই সুখবর শোনাবেন বিরুষ্কা! তার দিকেই এখন থাকবে নজর। ২০২১ সালের ১১ জানুয়ারি বিরুষ্কার ঘর আলো করে এসেছিল ভামিকা। ২০১৭-র ডিসেম্বরে বলি অভিনেত্রী অনুষ্কার সঙ্গে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাঁদের প্রেম, রোম্যান্স, বিয়ে এবং দাম্পত্য সবই থাকে লাইমলাইটে। সেলেব্রিটি কাপল হিসাবে তাঁদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। দুই থেকে তিন হয়েছেন আগেই। এবার চার হওয়ার সময়!

১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর চলবে- আহমেদাবাদ , বেঙ্গালুরু , চেন্নাই , ধরমশালা, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই ও পুণেতে। তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে হবে গা ঘামানোর ম্যাচগুলি। 

আরও পড়ুন: R Ashwin | ICC World Cup 2023: ‘প্রফেসর’কে লাগাতার কদর্য আক্রমণ! ভারতীয় নক্ষত্রের ফোন প্রাক্তনকে, তারপর…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version