কোচবিহার জেলায় মেখলিগঞ্জের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। তিস্তার জল বেড়ে যাওয়ার কারণে প্লাবিত হয়েছে এলাকা। নদীর মাঝে ফকতের চড়ের বাসিন্দাদের ত্রাণ শিবিরের আনার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার ত্রাণ শিবিরে যান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও স্থানীয় বিধায়ক পরেশ অধিকারী।

Durga Puja: ‘এক অঙ্গে বহু রূপ’, শরৎ এলেই কামতেশ্বরী হন ‘দেবী দুর্গা’! মন্দিরের এমন রীতির পিছনে অবাক গল্প
কী জানা যাচ্ছে?

তিস্তা নদীতে জল বেড়ে যাওয়ায় নদীর মাঝে গড়ে ওঠা ফকতের চরের কয়েকশো বাসিন্দাকে উদ্ধার করে স্থানীয় স্কুলে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে সেই ত্রাণ যান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও স্থানীয় বিধায়ক পরেশ অধিকারী। শিবিরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতৃত্ব।

Sikkim Flood : ‘ঠাকুমাকে পুজোয় ঘোরানো হল না!’ সিকিমের ধসে ভেটাগুড়ির যুবকের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার
কী জানালেন পুর চেয়ারম্যান?

রবীন্দ্রনাথ ঘোষ জানান, ফকতের চরে ১০৭ টি পরিবার রয়েছে। তাঁদেরকে উদ্ধার করে এই স্কুলে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে তিনি এসেছেন। আশ্রয় নেওয়া বাসিন্দাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। অন্যদিকে, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী বলেন, নদীর জল কিছুটা কমে যাওয়ায় তারা বাড়ি ফিরে যেতে চাইছেন। কিন্তু আমরা বলেছি আজকে তাঁদের এই শিবিরে থেকে যাতে। তাঁদের দুবেলা খাবার দেওয়ার পাশাপাশি শুকনো খাবার দেওয়া হয়েছে।

Coochbehar Flood Alert : তিস্তার জলস্তরবৃদ্ধি বাড়াচ্ছে আতঙ্ক, কোচবিহারের কিছু অংশে হলুদ সতর্কতা জারি
স্থানীয়রা কী জানাচ্ছেন?

ত্রাণ শিবিরের বন্দোবস্ত নিয়ে কোনও অভিযোগ নেই স্থানীয় বাসিন্দাদের। তবে ত্রাণ শিবির নিয়ে তেমন কোনও অভিযোগ না থাকলেও বাসিন্দারা জানান, বন্যায় তাঁদের বাড়িঘরের প্রচুর ক্ষতি হয়েছে। জল নেমে গেলে সে সব সারানোর ব্যবস্থা করে দিক। এদিকে তিস্তা নদীর জল নদী তীরবর্তী যেসব গ্রামে ঢুকেছে সেসব এলাকায় ঘুরে দেখেন জন প্রতিনিধিরা।

আধঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন কোচবিহার!

দুর্গতদের জন্য ত্রাণ শিবির

নবান্ন সূত্রে খবর, সিকিমে ধসের পর তিস্তার জল বৃদ্ধি এবং সর্বোপরি উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের চারটি জেলায় ইতিমধ্যেই ২৮টি সরকারি আশ্রয় শিবির খোলা হয়েছে। এর মধ্যে কোচবিহার জেলায় ৮ টি শিবির খোলা হয়। অন্যদিকে, জল নামতেই মেখলিগঞ্জের তিস্তা নদী থেকে বৃহস্পতিবার সকালে এক মহিলা সহ তিনজনের দেহ উদ্ধার করা হয়। হলদিবাড়ির নিজতরফ চড়ে একটি পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এখনও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নতুন খবরের জন্য এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version