বন্যা পরস্থিতির সাময়িক উন্নতি Howrah জেলার বিস্তীর্ণ অংশে। DVC জল ছাড়ার পরিমাণ কমানোয় নতুন করে আমতা ও উদয়নারায়ণপুরের কোনও এলাকা প্লাবিত হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে ত্রাণ শিবির গুলিতে এখনও প্রচুর মানুষকে রেখে দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও কিছুটা উন্নতি হলে তাঁদের ঘরে ফেরানো হবে বলে জানানো হয়েছে।

Dengue in Howrah : বিজেপির পুরসভা অভিযানের দিনই ডেঙ্গি প্রতিরোধ কর্মসূচি, হাওড়ায় সম্মুখসমরে দুই যুযুধান শিবির
কী জানা যাচ্ছে?

ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমানোয় আমতা ২ নম্বর ব্লক ও উদয়নারায়ণপুর এলাকার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মুণ্ডেশ্বরী ও দামোদর নদীতে জলের চাপ অনেকটাই কমেছে। হাওড়া উদয়নারায়ণপুরে যে সব জায়গা দিয়ে বাঁধ উপছে জল গ্রামে ঢুকেছিল সেখান দিয়ে জল ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। ফলে নতুন করে আর কোনও এলাকা প্লাবিত হয়নি। এমনকি যে সমস্ত এলাকায় জল জমেছিল সেখান থেকেও জল কমতে শুরু করেছে। তবে নদীতে জলের পরিমাণ বেশি থাকায় গ্রামগুলি থেকে খুব কম পরিমাণে জল বের হচ্ছে।

Flood Alert in West Bengal : রাতেই ডুবল বিস্তীর্ণ এলাকা, বানভাসিদের জন্য ত্রাণ শিবির হাওড়ায়
ত্রাণ শিবির অব্যাহত

এখনও পর্যন্ত সাতটি গ্রাম জলমগ্ন রয়েছে। হাওড়ায় ১৬টি ত্রাণ শিবির রয়েছে। সেখান থেকে বন্যা দুর্গতদের খাওয়া-দাওয়া বন্দোবস্ত করছে উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে উদয়নারায়ণপুর ডিহিভুরসুট রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। দোকানপাট খুলতে শুরু করেছে।

DVC Water Release Howrah : রাতেই জলমগ্ন হওয়ার আশঙ্কা হাওড়ার বিস্তীর্ণ অংশ, সতর্ক জেলা প্রশাসন
জেলা প্রশাসন কী জানাচ্ছে?

উদয়নারায়ণপুরের বিডিও প্রবীর কুমার সিট জানান, এখনও পর্যন্ত ১৬টি ত্রাণ শিবিরে ১২০০ জন রয়েছেন। তাঁদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত চলছে। নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণে যে মেগা প্রজেক্টের কাজ চলছে তার সুফল পেল উদয়নারায়ণপুর। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

স্কুলের সামনে লাফিয়ে জল পার হচ্ছেন শিক্ষক!

আমতায় উন্নতি

অপরদিকে, আমতা দু’নম্বর ব্লকের দীপাঞ্চলেও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের জমা জল বের হচ্ছে। দীপাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে উত্তর ভাটোর। ভাটোরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা উত্তর বাসিন্দা অশোক গায়েন জানান, এখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। তবে কিছু কিছু জায়গায় রাস্তা জাগছে, কিন্তু চাষের জমি জলের তলায় রয়েছে। এর ফলে সবজি ব্যাপক পরিমাণে ক্ষতি হল। আমতার বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, সমস্ত জায়গা থেকেই জল নামছে। বন্যা দুর্গতদের শুকনো খাবার ত্রিপল ওষুধ পাঠানো হয়েছে। পাশাপাশি জনজীবন সচল রাখার জন্য মুণ্ডেশ্বরী এবং রূপনারায়ণ নদীতে নৌকা চালানো হচ্ছে।

নতুন খবর আগে পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version