কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে রাজভবনের অদূরে ধরনা চলছে তৃণমূলের। নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের দেখা না পাওয়া অবধি ধরনা চলবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন অভিষেক। বৃহস্পতিবার থেকেই ধরনা মঞ্চে রয়েছেন অভিষেক। সেখানেই রাত কাটিয়েছেন তৃণমূল নেতা। এদিন ধরনা মঞ্চ থেকে ফের একবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করেন অভিষেক। রাজ্যপাল তাঁর সঙ্গে দেখা না করা অবধি ধরনা চলবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে অভিষেক জানিয়েছেন, রাজ্যপালের পদের সম্মানের জন্য তৃণমূলের তিনজনের দল দার্জিলিং রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে মূল দাবি পেশ করবে। কিন্তু মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতাতেই দেখা করতে হবে বলে হুঁশিয়ারি দেন অভিষেক।

Abhishek Banerjee Rajbhavan : ‘২-৩ ঘণ্টার মধ্যে শিলিগুড়ি যেতে বলছেন’, বোসের বাড়িতে ঠায় বসে অভিষেক
এদিন ধরনা মঞ্চ থেকে তৃণমূল নেতা বলেন, ‘আগে জানিয়েছিলাম, প্রশ্নের সদুত্তর না পাওয়া অবধি আমাদের এই শান্তিপূর্ণ ধরনা চলবে। আমরা রাজভবন আমরা ঘেরাও করিনি, অনেটাই দূরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের ইমেল করে জানানো হয়, রাজ্যপাল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে রয়েছেন এবং সেখানে কদিন থাকবেন। কিন্তু এখনও তিনি শিলিগুড়ি এসে পৌঁছননি, দিল্লিতে রয়েছেন। রাজ্যপাল কেন দিল্লিতে রয়েছেন, আমরা কেউ জানি না। রাজ্যপাল চাইলে আমরা দলের কয়েকজন প্রতিনিধিকে দার্জিলিঙেও পাঠাতে পারি। উনি জানিয়েছেন আগামিকাল বিকেল সাড়ে পাঁচটায় দেখা করতে চান। আমাদের কোনও অহংকার নেই। সৌজন্যতার খাতিরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার গিয়ে দেখা করবেন।’

Abhishek Banerjee : রাজভবনের সামনে লাগাতার ধর্নায় ডাক অভিষেকের
রাজ্যপাল বোসের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ‘আমাদের কয়েকজন দার্জিলিং গিয়ে ওঁর সঙ্গে দেখা করবেন। কিন্তু তার মানে এই আমাদের সঙ্গে দেখা করবেন না! মূল প্রতিনিধি দল তো আমার নেতৃত্বে যাবে। আমি ৫০ লাখ চিঠি নিয়ে রাজভবন যাব। আমি তো এই চিঠি ওঁকে পড়িয়ে ছাড়ব। আপনাকে আমাকে সময় দিতে হবে। আপনি দার্জিলিঙে যতদিন খুশি থাকুন। কিন্তু এখানে এসে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা না বললে, আমি এই জায়গা ছেড়ে উঠব না। কলকাতার রাজভবনে এসে আপনাকে আমাদের সঙ্গে কথা বলতে হবে।’

Dhupguri MLA Oath : বিমানবন্দরে গাড়ি বিপত্তি! শপথ নিতে কলকাতায় এসে ‘হোঁচট’ নবনির্বাচিত তৃণমূল বিধায়কের
অভিষেকের এই দাবি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যপাল শিলিগুড়ি ফিরে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন কি না, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। (সব খবর সবার আগে জানতে জয়েন করুন এই সময় ডিজিটাল। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version