বন্যা কবলিত ঘাটালে পরিদর্শনে আসছেন Dev Adhikari। তার আগে ঘাটাল জুড়ে সাংসদের ‘নিখোঁজ’ পোস্টার মারা হল বিজেপির তরফে। আসন্ন লোকসভা ভোটের আগে ‘লোক দেখাতে ‘ সাংসদ আসছেন বলে দাবি বিজেপির তরফে। পালটা অভিযোগ তৃনমূলেরও।

Ghatal News : ঘাটাল জলে জলাকার, বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি! সবং-চন্দ্রকোণা নিয়ে বাড়ছে ভয়
কী জানা যাচ্ছে?

রবিবার ঘাটালের বন্যা পরিদর্শনে আসছেন সাংসদ দীপক অধিকারী। ঠিক তার আগেই ‘দেব নিখোঁজ’ বলে পোস্টারে ছয়লাপ ঘাটাল। দেবকে তীব্র কটাক্ষ করে ছবি দিয়ে ঘাটাল পুর এলাকা ও খড়ার পুর এলাকায় পোস্টারিং করল বিজেপি। সাংসদকে কটাক্ষ করে এই পোস্টারিং করা হয়।

Midnapore News : সংসারে শান্তি ফেরাতে বিশেষ পুজো পরিবারের, ঘাটালে সাধুবাবা নিলেন ১০০০০! তারপর…
কী লেখা পোস্টারে?

সেই পোস্টারে কোথাও লেখা রয়েছে, ‘নিখোঁজ ঘাটালের সাংসদ দেব’, আবার কোথাও লেখা রয়েছে ‘ভোটের সময় প্রতিশ্রুতি ঘাটাল মাস্টারপ্ল্যানের ভোট শেষ হলেই ঘাটাল মাস্টারপ্ল্যান এর কথা ভুলে যাচ্ছেন কেন মাননীয় সাংসদ বাবু।’ আবার কোথাও লেখা ‘সামনেই লোকসভা ভোট তাই আবার ঘাটালবাসীর আবেগ নিয়ে খেলতে রবিবার ঘাটালের ‘বন্যার জলে পাগলু ডান্স’ করতে আসছেন খোকাবাবু। এরকম একাধিক কটাক্ষে ভরা পোস্টার গুলি দেওয়া হয়েছে বিজেপির তরফে।

TMC BJP Clash : পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ, TMC-BJP সংঘর্ষে রণক্ষেত্র ঘাটালে
বিজেপি কী বলছে?

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্রভাবে কটাক্ষ করেছেন সাংসদ দীপক অধিকারীকে। তিনি বলেন, ‘ ঘাটালে যখন বন্যা আসে, তখনই এই সাংসদকে দেখতে পাই। বাকিটা সময় ঘাটালের মানুষ সাংসদকে পান না। এখনকার উন্নয়ন নিয়ে উনি কিছু ভাবেন না।’ তাঁর কথায়, উনি হয়তো ভেবেছেন, এভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। জনগণের উন্নয়নের কথা না ভাবলে, সাংসদ থাকা না থাকা একই ব্যাপার।

নৌকা চেপে স্কুলে পড়ুয়া! ঘাটাল ফের ভাসমান বর্তমান!

তৃণমূলের পালটা জবাব

পাল্টা শীতল কপাট তথা বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি শঙ্কর দোলই। তিনি জানান, ঘাটালের বিজেপি নেতারা সর্বৈব মিথ্যা কথা বলে এটা তার প্রমাণ। তাঁর কথায়, সবং, পিংলা থেকে ঘাটাল সর্বত্রই অতিবৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। এরকম বিপর্যয়ে আমরা যেমন মানুষের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি, সেইসময় ওঁরা মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে এখনও কালের গর্ভে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র ও রাজ্য দড়ি টানাটানির মাঝে এই বন্যা রোধ প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

সব খবর জানতে আপনারা জয়েন করুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version