এই সময়: ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত মামলায় বাবা-মাকে তলব নিয়ে রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকেই নরেন্দ্র মোদী সরকার এবং তদন্তকারী এজেন্সির ভূমিকা নিয়ে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee News : হাজিরা এড়ালেন অমিত! লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে ED-কে নথি পাঠালেন অভিষেকের বাবা

শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তলব করা হয়েছিল অমিত বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি হাজিরা না দিলেও বেশ কিছু নথি তদন্তকারীদের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর। শুক্রবার অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল ওই মামলার সূত্রে। তিনিও যাননি। শনিবার ইডি-র তলবের বিষয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘তোমার রাগ আমার উপরে। তুমি আমাকে চিঠি দিয়েছ, বাবা-মাকে চিঠি দিয়েছ। আমার স্ত্রীকে চিঠি দিয়েছ। অ্যাডভোকেট-সচিব, কাউকে ছাড়নি। তোমরা ইডি-সিবিআই লাগাও। আমরা আইনত লড়াই করব। নিজেরা পালিয়ে বেড়াচ্ছে। মিস্টার ইন্ডিয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী গায়েব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গায়েব, রাজ্যপাল গায়েব। এত ভয় কিসের?’
Abhishek Banerjee News : ED দফতরে গরহাজির অভিষেকের মা! CGO-তে বাবা অমিতের হাজিরা নিয়েও ধোঁয়াশা

লিপ‌্স অ্যান্ড বাউন্ডস মামলায় গত ৩ অক্টোবর তলব করা হয়েছিল অভিষেককে। ওই দিন বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে ধর্না কর্মসূচিতে ছিলেন তিনি। সে কারণে ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানানো হয়েছে, ওই সংস্থার সিইও পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাবা-মা ওই সংস্থার অন্যতম ডিরেক্টর। ফলে আরও তথ্য পেতে সংস্থার কর্মকর্তাদের ডাকা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version