CBI Raid Firhad Hakim House: রবিবার সাত সকালে ফের পুর নিয়োগ দুর্নীতি তদন্তে সক্রিয় সিবিআই। ইডি-এর পর এবার এই নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআইও। এদিন সকালে শহর থেকে জেলা তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার সাত সকালে পুর ও নগরোয়ান মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দুয়ারে হাজির হয় সিবিআই। বাবার বাড়িতে সিবিআই হানা নিয়ে সরব মেয়ে প্রিয়দর্শিনী হাকিম।

Firhad Hakim CBI Raid: ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা
এদিন সকালে ববি হাকিমের চেতলার বাড়িতে আসে সিবিআইয়ের বিশেষ দল। মুহূর্তের মধ্যে দুর্গের মতো বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ভিতরে দফায় দফায় মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে শুরু হয় তল্লাশি। খবর পেয়ে সেখানে পৌঁছন কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাঁকে প্রথমে ঢুকতে না দেওয়া হলেও পরে অনেক অনুনয় বিনয়ের পর বাড়ির ভিতর ঢুকতে দেওয়া হয় তাঁকে। সূত্রের খবর, যদি ভিতরে গিয়ে কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে মন্ত্রী ববি হাকিমের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে খবর। তবে বাড়ির ভিতরে ঢোকার পরই সোশ্যাল মিডিয়া পোস্টে ফের রাজনৈতিক প্রতিহিংসার ক্ষোভ উগরে দেন।
CBI Raid : ফিরহাদ-মদনের পর এবার কাঁচরাপাড়া-হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা

তৃণমূলের রাজভবন অভিযানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের কাছে ধরনার চতুর্থ দিনে ফিরহাদ, মদন সহ একাধিক পুরপ্রধানদের বাড়িতে হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের। ববি হাকিমের বাড়ি সিবিআই অভিযানে ফের সংবাদ মাধ্যম থেকে বিরোধী সবাইকেই দুষেছেন ফিরহাদের জেষ্ঠ কন্যা প্রিয়দর্শিনী। তিনি লিখেছেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি। আমরা কোনও অভিযানে ভীত নই। আমাদের কোনও কিছু লুকোনোর নেই। কিন্তু, এই অন্যায্য সামাজিক সমালোচনা, কাটাছেঁড়ার কী হবে? এই অভিযানের ফলে যে মিডিয়া ট্রায়াল শুরু হবে তার কী হবে? ভয় সেটাই। আমাদের সামাজিক সম্মান ও পদের যে হানি হল তার কী হবে? এই অভিযানের ফলে আমার পরিবার যে হেনস্থার মুখোমুখি হল তার দায় কে নেবে?’ এখানেই শেষ নয় তদন্তকারী সংস্থার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে প্রিয়দর্শিনী জানতে চেয়েছেন, ‘এই তল্লাশিতে যদিও কোনও দুর্নীতির প্রমাণ না মেলে তাহলে এই হয়রানির দায় কে নেবে?’

Madan Mitra Home CBI : ফিরহাদের পর এবার মদনের বাড়িতে CBI

ববি হাকিমের বাড়ি সিবিআই হানার পরই তাঁর বাড়িরে জমা হন প্রতিবেশী ও অনুরাগীরা। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে তারা প্রতিবাদে সরব হন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও তরজায় জড়াতে দেখা যায় বেশ কয়েকজনকে।

পুর দুর্নীতি থেকে নিয়োগ দুর্নীতি সমস্ত কিছুর খুঁটিনাটি আপডেট পেতে এই সময় ডিজিটালকে ফলো করুন হোয়াটস অ্যাপ চ্যানেলে। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version