পুর নিয়োগ দুর্নীতিতে একের পর একজায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। রবিবারের পর সোমবারও অব্যাহত তল্লাশি অভিযান। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারেরও সিবিআই-এর হানা। পুর নিয়োগ দুর্নীতিতে ডায়মন্ডহারবার পুরসভা এবং পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদারের বাড়িতে হানা দিলেন সিবিআই-এর আধিকারিকরা।

এর আগে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে ডায়মন্ডহারবার পুরসভাকে নোটিশ দেয় ইডি। কেন্দ্রের তদন্তকারী সংস্থার নোটিশ অনুযায়ী সমস্ত তথ্য পাঠিয়েও দেয় পুরসভা। সেই সময় পুরসভার বর্তমান চেয়ারম্যান প্রণব দাস বলেন, ‘নিয়োগে দুর্নীতি হয়েছে, সেটা বলতে পারব না, সেটা আদালতের বিষয়।’ এরপর আজ সিবিআই-এর ২টি দল ডায়মন্ডহারবার পুরসভা এবং প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে একসঙ্গে হানা দেয়।

Rathin Ghosh : পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ED, রাজ্যের ১২ জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি
জানা গিয়েছে, ২০১৬ সালে ডায়মন্ডহারবার পুরসভায় ১৬ জনকে নিয়োগ করা হয়েছিল। পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা। যদিও সেই বিষয়ে এর আগে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদার জানিয়েছিলেন, ২০১৬ সালের শেষ থেকে ১৭ সালের অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। তবে সেখানে দুর্নীতি হয়েছে বলে তিনি মনে করেন না। তাঁর দাবি, বোর্ড অফ কাউন্সিলর আলোচনা করে, যে ভাবে নিয়ম মাফিক কাজ করা হয়, সেই ভাবেই এজেন্সি মারফৎ পরীক্ষা নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে পুরসভা সঠিকভাবেই এগিয়েছিল এবং অ্যাপোয়েন্টমেন্ট দিয়েছিল বলে দাবি করেন তিনি। একইসঙ্গে অয়ন শীল বলে কে আছেন, সেটাও তাঁদের পক্ষে জানা সম্ভব ছিল না বলেই দাবি করেন মীরা হালদার।

CBI Raid : ফিরহাদ-মদনের পর এবার কাঁচরাপাড়া-হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা
অন্যদিকে এদিন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতেও অভিযান চালান সিবিআই-এর আধিকারিকরা। বিধায়কের বাড়িতে জারি রয়েছে তল্লাশি। গোটা বাড়ি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, এদিন সকালে নিজাম প্যালেস থেকে বের হয় সিবিআইয়ের ৬টি দল। সেখান থেকে একটি দল সরাসরি পৌঁছে যায় রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর, বিধায়ক ও তাঁর বাড়িতে থাকা পরিবারের সদস্যদের মোবাইল জমা নিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও নদিয়ার একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়াতেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই-এর গোয়েন্দারা।

এর আগে গতকাল, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও শাসকদলের দাপুটে নেতা মদন মিত্রের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। পাশাপাশি সিবিআই হানা দেয় উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায়।

সিবিআই-এর হানার আরও খবর জানতে ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version