অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই তড়িঘড়ি দিল্লি ছুটলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক সাহায্যের ব্যাপারে রাজ্যের দাবিদাওয়া নিয়ে দিল্লির সঙ্গে বৈঠকের কারণেই তিনি দ্রুত দিল্লি গেলেন বলেই ধারণা রাজনৈতিক মহলে। উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে তৃণমূল জানায়, তিনি কথা দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করবেন।

Abhishek Banerjee CV Ananda Bose Meet: চিঠি কাঁধে রাজভবনে অভিষেক, সঙ্গে ‘বঞ্চিত’ সহ ৩০ জনের প্রতিনিধি দল
দিল্লি গেলেন রাজ্যপাল

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কলকাতা বিমানবন্দরে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। যদিও তাঁর তড়িঘড়ি দিল্লি সফরের কারণ সম্বন্ধে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানায়নি রাজভবন।

Abhishek Banerjee Governor Meet: রাজ্যপাল ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন: অভিষেক
রবিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের সামনে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য ধরনা আন্দোলনে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে রাজভবনে ২০ মিনিটের সাক্ষাৎ করেন রাজ্যপাল। সাক্ষাৎ শেষ করেই রাজভবন থেকে সোজা কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।

Abhishek Banerjee : কার ডাকে বোস বার বার দিল্লিতে, প্রশ্ন অভিষেকের
কেন্দ্রকে বকেয়া আদায়ে চাপ?

অভিষেকের নেতৃত্বে এদিন ৩০ জন প্রতিনিধির একটি দল রাজ্যপালের কাছে গিয়ে ‘কেন্দ্রীয় বঞ্চনা’ ব্যাপারে অভিযোগ জানান। ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকার আদায়ের বিষয়ে কেন্দ্রের কাছে তিনি জবাবদিহি চান, এমনটাই দাবি করা হয় তৃণমূলের তরফে। রাজ্যপাল নিজের মতো চেষ্টা করবেন বলে জানিয়েছেন, এমনটাই দাবি তৃণমূলের প্রতিনিধি দলের।

Abhishek Banerjee Dharna:’১৪৪ ধারার জায়গায় কী ভাবে ধরনা?’ অভিষেকের কর্মসূচি নিয়ে এবার মামলা দায়ের ডিভিশন বেঞ্চে
কী জানিয়েছেন রাজ্যপাল?

তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেকের বক্তব্য সম্পূর্ণটা ধৈর্য্য ধরে শুনেছেন রাজ্যপাল। বাংলার মানুষের স্বার্থে যদি কিছু তাঁর তরফে করণীয় থাকে, সেটা তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এত তড়িঘড়ি তিনি কেন ছুটলেন দিল্লি? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনও শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কোনও আলোচনা হবে কিনা সে নিয়ে ধন্দ তৈরি হয়েছে। যদিও এর আগে রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকা সত্বেও কেন তৃণমূলের নেতৃত্বরা ধরনা করছেন, সেই নিয়ে রাজভবনের তরফে জানতে চাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ফেরার পর তিনি কোনও কেন্দ্রীয় বার্তা দেন কিনা, সেটাই দেখার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে দ্রুত খবরের আপডেট চান? জয়েন করুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version