পুজোর মুখে সাতসকালে শ্যুট আউটের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল আসানসোলে। এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম শম্ভুনাথ মিশ্র। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড়ের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে বুধবার সকালে চিনাকুড়ি ৩ নম্বর মোড় এলাকায় দাড়িয়েছিলেন শম্ভুনাথ মিশ্র। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী শম্ভুনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি ৬ রাউন্ড গুলি চলেছে। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ।

Uttar Dinajpur News: ভোর রাতে ঘুমিয়ে গোটা পাড়া, বাড়িতে ঢুকে যুবককে গলার নলি কেটে খুন! নেপথ্যে পরকীয়া?
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ। খুনের ঘটনা ঘটতেই তৎপর হয়েছেন পুলিশ আধিকারিকরা। জেলা এবং রাজ্যের সীমাগুলিতে যে সমস্ত নাকাপয়েন্ট রয়েছে সেখানে জোরদার তল্লাশি শুরু হয়েছে। বাইক নিয়ে যাঁরাই যাচ্ছেন, তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও বাইকের টুল বক্স পরীক্ষা করে দেখা হচ্ছে। সঙ্গে ব্যাগ থাকলে সেখানও চালান হচ্ছে তল্লাশি। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যেতে পারে। সেই কারণে আসানসোল সংলগ্ন যতগুলি ঝাড়খণ্ডের বর্ডার রয়েছে, যেমন বরাকর, ডুবুরডি চেকপোস্ট, রূপনারায়ণপুর চেকপোস্ট, রুনাকুড়াঘাট চেকপোস্ট, সবগুলিতে তল্লাশি চালান হচ্ছে।

Malda News : পলাতক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
এর পাশাপাশি পুলিশ তল্লাশি চালাচ্ছে যৌনপল্লিগুলিতেও। পুলিশের একংশ মনে করছেন, সেই সমস্ত জায়গাতেও আশ্রয়ি নিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। পুলিশের অনুমান পেশাদার সার্প শ্যুটারই খুন করেছে কুলটির চিনাকুড়ির ঠিকাদার শম্ভুনাথ মিশ্রকে। ব্যবসায়ীক কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। যদিও তার পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি কী করতেন, বা কোথায় কোথায় যাতায়াত ছিল, সেই বিষেয় স্ত্রী নিলম মিশ্রও সঠিকভাবে জানেন না। চিড়াকুড়ি-নিয়ামতপুর রোডের সমস্ত সিসিটিভি পরীক্ষা করে দেখছে পুলিশ। এর পাশাপাশি কুলটির ডিসেরগড় ঘাটের পুরুলিয়ার রোডেও পুলিশি তল্লাশি শুরু হয়েছে।

Murshidabad News : সুপারি কিলার লাগিয়ে খুন প্রেমিকার স্বামীকে, ধৃত
সামনেই পুজো, এই সময় রাস্তাঘাটে খুব স্বাভাবিকভাবেই থাকবে মানুষের বাড়তি ভিড়। মানুষকে বাড়তি নিরাপত্তা দিতে তৎপর পুলিশ প্রশাসনও। সেক্ষেত্রে পুজোর আগে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। সেক্ষেত্রে পুলিশি নজরদারি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ।

আরও ক্রাউম নিউজ জানতে এখনই ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version