সালটা-২০১৯, ডিসেম্বর মাস। দমদমমুখী মেট্রোয় ফিরছিলেন বছর ছাব্বিশের এক তরুণী। অভিযোগ, কামরার মধ্যেই লুকিয়ে তাঁর ছবি তুলছিল এক ব্যক্তি। ওই তরুণী প্রতিবাদ করায় প্রথমে বিষয়টি অস্বীকার করে সে। পরে সব যাত্রী এগিয়ে আসেন। ব্যক্তির মোবাইলে ওই তরুণীর ছবি মেলায় দমদমে নামিয়ে অভিযুক্তকে মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেন যাত্রীরা। পরে তাঁকে গ্রেফতার হয়।

চলতি সপ্তাহেই চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর পাশে বসে তাঁর অজান্তে সেলফি তুলে সেই ছবি ভাইরাল করার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক স্কুল শিক্ষক। নৈহাটি GRP তাকে গ্রেফতার করেছে। ঘটনাটি রবিবার সন্ধ্যার আপ গেদে লোকালে। ধৃত শিক্ষকের নাম হিরণ্ময় মাইতি। অভিযোগ দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।
চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর অজান্তে সেলফি, ধৃত শিক্ষক
এরকম ক্ষেত্রে কী কী আইনি ব্যবস্থা নেওয়া যায়?
  • ঘটনার সময়ই পারলে পুলিশকে ফোন করুন।
  • যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে পরে অভিযোগ দায়ের করা যেতে পারে।
  • এ ধরনের ক্ষেত্রে ভারতীয় দন্ডবিধির ৫০০, ৫০৯ -র মতো ধারায় অভিযোগ দায়ের হয়। অর্থাৎ মানহানি, মহিলাদের সম্মানহানির মতো ধারায় মামলা দায়ের হতে পারে।
  • সর্বোচ্চ ৩ বছরে কারাদণ্ড হতে পারে।
  • সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলে আইটি অ্যাক্টের ধারাও যুক্ত করা হয়।
  • তবে অভিযোগপত্র অনুযায়ী আরও বেশ কিছু ধারাতেও মামলা দায়ের হতে পারে।

Calcutta High Court : ‘দৃষ্টিহীন মায়ের সঙ্গে থাকা স্বামীর প্রতি নৃশংসতা নয়’
তবে পাবলিক প্লেসে কেউ ছবি তুললে তা নিয়ে সাধারণত কেউ আইনি পদক্ষেপ নিতে পারে না।

আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এ বিষয়ে এই সময় ডিজিটালকে বলেন, ‘ যদি কেউ লুকিয়ে কারও ছবি তোলে সেক্ষেত্রে ভারতীয় দন্ডবিধির ৫০০ বা ৫০৯ র মতো ধারায় অভিযোগ দায়ের হতে পারে। কিন্তু ব্যক্তিগত মুহূর্তের ছবি যদি কেউ তুলে তা ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচ্য হবে। এক্ষেত্রে আইটি অ্যাক্টের ৬৭-এ ধারায় মামলা রুজু করা হয়। আর একটা কথা মাথায় রাখতে হবে, অন্যের অনুমতি নিয়ে ছবি না তোলা তাঁর রাইট টু প্রাইভাসি নষ্ট করা। সেটাও কিন্তু অপরাধ।’

Cyber Crime : পেমেন্ট গেটওয়ে কোম্পানির অ্যাকাউন্ট হ্যাক করে ১৬ হাজার কোটি গায়েব, তদন্তে চক্ষু চড়কগাছ পুলিশের
ভ্লগারদের জন্য টিপস…

১. সেনা বাহিনীর সংরক্ষিত এলাকা বা সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্রে ছবি তোলা পুরো এড়িয়ে যান।
২. কোনও ব্যক্তি বা মহিলার ছবি বা ভিডিয়ো করার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নিন।
৩. সরকারি ক্যাম্পাসের মধ্যে ভিডিয়ো করার ক্ষেত্রে আইনি ঝামেলা এড়াতে আগেই অনুমতি নিয়ে নিন।

পুলিশ কর্তারা বলছেন, এখন অনেক জায়গাতেই রিল বা ভিডিয়ো করার ক্ষেত্রে অনেক গাইডলাইন রয়েছে, সেগুলিও মেনে চলতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version