দোরগোড়ায় মহালয়া, তারপরেই শুরু দুর্গাপুজোর ফাইনাল কাউন্টডাউন। শারোদৎসবের আনন্দে মাতবে গোটা বাংলা। দিকে দিকে থিমের লড়াইতে নামবে পুজো কমিটিগুলি। অভিনব থিমের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবনাকে তুলে ধরার চেষ্টা করবেন পুজো উদ্যোক্তারা। কোথায় কোনও নির্দিষ্ট ভবনের আদলে দেখা যাবে মণ্ডপ, আবার কোথাও হয়ত থিমের মধ্যে দিয়ে দেওয়া হবে কোনও বিশেষ সামাজিক বার্তা। আবার কোনও জায়গায় হয়ত দুর্গাপুজোর মধ্যে দিয়ে কোনও বরণীয় ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর উদ্যোগ দেখা যাবে কমিটির আয়োজনে। আর তাই নিয়েই একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই চলবে কমিটিগুলির মধ্যে।

রেজিস্ট্রেশন চলছে

সেক্ষেত্রে মণ্ডপ, প্রতিমা তথা ভাবনায় সেরাদের বেছে নিতে প্রতিবারের মতো এবারেও বিশ্ববাংলা সারদ সম্মানের আয়োজন করছে রাজ্য সরকার। তার জন্য ইতিমধ্যেই কমিটির নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকাশিত হয়েছে নাম রেজিস্ট্রেশেনের ফর্মও। সেই ফর্মে প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম ও শর্তাবলী বিস্তারিতভাবে জানানও হয়েছে। কমিটির নাম নথিভুক্ত করার শেষ তারিখ ১৪ অক্টোবর।

Durga Puja Carnival 2023 : এবারেও হুগলিতে পুজো কার্নিভাল, কবে-কোন পথে শোভাযাত্রা?
কোন কোন বিভাগে পুরস্কার?
পুজো কমিটিগুলির মধ্যে এই প্রতিযোগিতায় থাকছে বেশকিছু বিভাগ। সেক্ষেত্রে কলকাতার পুজোগুলির জন্য যে বিভাগগুলি থাকছে সেগুলি হল, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং ও সেরার সেরা। অন্যদিকে জেলার পুজোর ক্ষেত্রে থাকছে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ চেতনার মতো বিভাগ।

Durga Puja Pandal Hopping Tour 2023: AC বাসে ঠাকুর দেখা, পাত পেড়ে ভোগ! দুর্দান্ত পুজো প্ল্যান নিয়ে হাজির পর্যটন দফতর
যে সমস্ত নিয়ম মানতে হবে…
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেশকিছু নিয়ম অবশ্য মানতে হবে কমিটিগুলিকে। প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শুধুমাত্র বারোয়ারি পুজো কমিটিগুলিই (আবাসনের বা বাড়ির পুজোর ক্ষেত্রে প্রযোজ্য নয়)। যথাযথভাবে পূরণ করতে হবে ফর্ম, নয়তো তা বাতিল হতে পারে। আবেদন করা যাবে অনলাইনেও। সেক্ষেত্রে অনলাইনে আবেদনের ওয়েবসাইটগুলি হল – www.egiyebangla.gov.in, www.wb.gov.in, https://bbss.wb.gov.in। সরকারের তরফে শারদ সম্মানের ফ্লেক্স সরবরাহ করা হবে, সেগুলি পুজো শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপে প্রদর্শন করতে হবে কমিটিগুলিকে। এছাড়াও বিষয়টি নিয়ে আরও বিষদে জানতে সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ফোন করা যেতে পারে +৯১ ৮২৭৪-৯৬০৬৬৯ নম্বরে। তবে এই প্রতিযোগিতায় কোনও প্রবেশমূল্য নেই।


প্রতিবারেই এই প্রতিযোগিতায় অংশ নেয় ছোট থেকে বড় বিভিন্ন পুজো কমিটি। সেখান থেকেই সেরাদের বেছে নিয়ে সম্মানিত করা হয়। এবারেও তার কোনওরকম ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।

এই প্রতিযোগিতার বিষয়ে আরও খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version