দেবীপক্ষের সূচনা হয়ে গেল। উমার আসার প্রতীক্ষায় রাজ্যবাসী। কোনওভাবেই যাতে মণ্ডপে মণ্ডপে ঘোরার সময় বাধা হয়ে না দাঁড়ায় আবহাওয়া, সেই জন্য চলছে প্রার্থনাও। গত দুই বছর পুজোর আনন্দে একটু হলেও জল ঢেলেছে বৃষ্টি। কিন্তু, চলতি বছর সেই সম্ভাবনা নেই। এমনটাই আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
  • বর্ষা বিদায়…

ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও হিমালয় সংলগ্ন পার্বত্য বঙ্গের একাংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। স্বাভাবিকভাবেই এই খবরে পুজোর আগে অনেকটাই স্বস্তিতে রাজ্যবাসী। পুজোর কয়েক সপ্তাহ আগে পর্যন্ত আবহাওয়ার মুখ ভার হলেও নতুন করে যে কোনও বিপত্তি ঘটবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

বছরে একটাই সময় মন খুলে ঘুরতে চান সাধারণ মানুষ। এক্ষেত্রে কোনও রকম আপোস করতে নারাজ তাঁরা। সেক্ষেত্রে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তো? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ থেকে ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ থাকতে চলেছে আংশিক মেঘলা। কিন্তু, সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এছাড়াও পুজোর সময় গুরুত্বপূর্ণ দুই দিন সপ্তমী এবং অষ্টমীতে সেভাবে বৃষ্টি বিপত্তির কারণ হয়ে দাঁড়াবে না।

কিন্তু, নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। তবে এই সময় কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যান্য জেলাগুলির আকাশ মূলত শুষ্কই থাকতে চলেছে।

Weather Forecast on 11th October : পুজোর মুখে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা! দুর্দান্ত সুখবর শোনাল হাওয়া অফিস

  • কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শনিবার মহালয়ার সকাল থেকেই ঝরঝরে থাকবে আকাশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। আগামী ৪৮ ঘণ্টা তিলোত্তমা থাকবে শুষ্ক। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিনি ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

উইকেন্ড সঙ্গে মহালয়া, কেমন থাকবে আবহাওয়ার মতিগতি?

  • কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?পুজোর সময় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আপাতত ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পুজোর সময় বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে।

রাজ্যের আবহাওয়া সংক্রান্ত সমস্ত খবর পেতে ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version