এই সময়, বর্ধমান: নির্দেশ রয়েছে হাইকোর্টের। তাঁকেই করতে হবে পঞ্চায়েতের প্রধান। কিন্তু সিপিএমের প্রস্তাবক না-আসায় মঙ্গলবারও শপথ নিতে পারলেন না কংগ্রেস প্রার্থী মিনতি মান্ডি। এদিন কড়া পুলিশি পাহারায় রায়না-১ ব্লকের নাড়ুগ্রাম পঞ্চায়েতে এসে ফিরে যেতে হলো তাঁকে। সঙ্গে ছিলেন কয়েকজন কংগ্রেস সমর্থকও। তাঁরাও আসেন পুলিশের সঙ্গে। শপথগ্রহণ হবে না-জেনে তাঁদেরও ফিরে যেতে হয়।

মিনতি বলেন, ‘দলের লোকজন বলেছিল, সিপিএমের প্রস্তাবক এসে আমার নাম প্রস্তাব করবেন প্রধান পদের জন্য। কিন্তু তিনি না-আসায় ফিরে যেতে হচ্ছে।’ অথচ সবটা ঠিকঠাকই ছিল। সিপিএমের সঙ্গে এ নিয়ে সোমবার গভীর রাত পর্যন্ত কথা হয় বলে এদিন জানান রায়না-১ ব্লকের কংগ্রেস সভাপতি কুতুবউদ্দিন শেখ।

তিনি বলেন, ‘ওরা কথা দিয়েছিল ওদের প্রার্থী প্রভাত সাঁতরা এসে মিনতির নাম প্রস্তাব করবে। কিন্তু শেষ মুহূর্তে তিনি এলেন না। শুনেছি, তাঁকেও নাকি ভয় দেখানো হয়েছে।’ কেন এলেন না কুকরা গ্রামের বাসিন্দা প্রভাত সাঁতরা? তাঁর উত্তর, ‘সকাল থেকে আমার বাড়ি ঘিরে রেখেছিল তৃণমূলের লোকেরা। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। পরিবারের লোকজন যেতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘এই বয়সে এত মানসিক চাপ নিতে পারব না। দলকেও বলেছি সে কথা। আর আমি প্রস্তাবক হব না।’ এই পরিস্থিতিতে প্রস্তাবক না থাকলে ফের অনিশ্চিয়তার মুখে পড়ল মিনতি মান্ডির প্রধান হওয়া। গত পঞ্চায়েত ভোটে নাড়ুগ্রামের মোট ২২টি আসনের মধ্যে তৃণমূল পায় ১৭টি আসন। ৩টি আসনে সিপিএম এবং একটি আসনে জয়ী হন কংগ্রেসের মিনতি মান্ডি। বাকি একটি আসনে ভোট হয়নি।

TMC vs BJP: পঞ্চায়েত প্রধান অনুপস্থিত, কাজ সামলান ভাসুর! ভিডিয়ো ভাইরাল হতেই জোর শোরগোল
প্রধান পদটি তফশিলি উপজাতি মহিলাদের জন্য সংরক্ষিত। কিন্তু তৃণমূলের জয়ী সদস্যদের মধ্যে তফশিলি উপজাতির কেউ নেই। কংগ্রেসের মিনতি এই পঞ্চায়েতের একমাত্র জয়ী সদস্য যিনি এই সম্প্রদায়ের। স্বাভাবিক ভাবে প্রধান পদে তাঁরই বসার কথা। এর পরেও রফাসূত্র মেলেনি। বরং জটিলতা বেড়েছে পঞ্চায়েতে। তাই ভোট দীর্ঘদিন আগে মিটলেও জেলার ২১৫টি পঞ্চায়েতের মধ্যে একমাত্র নাড়ুগ্রাম পঞ্চায়েত প্রধানহীন অবস্থায় চলছে।

ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। বহু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বাসিন্দারা। এদিনও শপথগ্রহণ সফল করাতে গোটা পঞ্চায়েত ঘিরে রেখেছিল পুলিশ-প্রশাসন। কিন্তু প্রস্তাবক না-আসায় সবটাই গেল বিফলে। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন রায়না-১ ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল।
Purba Medinipur News : পঞ্চায়েতে এবার টেন্ডার দুর্নীতির অভিযোগ, নন্দকুমারে আন্দোলনে নামলেন ঠিকাদাররা
তিনি বলেন, ‘এত পুলিশ, মিডিয়া আজ সকাল থেকে এলাকায় রয়েছে। তা সত্ত্বেও আমাদের লোকেরা অস্ত্র নিয়ে সিপিএমের প্রার্থীর বাড়ি ঘিরে রাখল? তা হলে কংগ্রেস আর সিপিএম কি ঘুমোচ্ছিল? তারা কেন পুলিশকে বলেনি? এসব মিথ্যা প্রচার করে কোনও লাভ হবে না।’ অন্য দিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউকে কোথাও আসতে বাধা দেওয়া হয়েছে বা আটকে রাখা হয়েছে বলে রায়না থানায় এদিন কোনও অভিযোগ দায়ের হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version