আবারও খড়গপুর আইআইটি-র পড়ুয়ার রহস্যমৃত্যু। মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ্র। তিনি আইআইটি-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন বলে জানা গিয়েছে। মৃত পড়ুয়ার বাড়ি তেলঙ্গানার মেড়াক জেলার তুপরান গ্রামে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঝুলন্ত অবস্থায় উদ্ধার
জানা গিয়েছে, খড়গপুরের আইআইটি ক্যাম্পাসের লালবাহাদুর শাস্ত্রী হলে থাকতেন ওই ছাত্র। রাত বারোটা নাগাদ ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সেখানকার অন্যান্য পড়ুয়ারা। দ্রুত চাঞ্চল্যের ছড়িয়ে পড়ে গোট ক্যাম্পাসে। দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

তেলঙ্গানার ছাত্রের মৃত্যু
অন্যদিকে অপর একটি সূত্রের দাবি, হাসপাতালে পৌঁছানোর পরও বেঁচে ছিলেন তেলেঙ্গানার ওই ছাত্র। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর জান্য আপ্রাণ চেষ্টাও করেন। যদিও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে বিফল করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ছাত্র। মৃত ছাত্র কে কিরণ চন্দ্র আইআইটি খড়গপুরের ইলক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর ভাইও খড়গপুর আইআইটি-র ছাত্র। ভাইয়ের উপস্থিতিতেই নাকি ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর পাঠানো হয়েছে মৃত ছাত্রের পরিবারেও। ময়না তদন্তের জন্য মৃতের দেহ পাঠানো হয়েছে নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন কে কিরণ চন্দ্র। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। কেন বা কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Jadavpur University Ragging : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র‍্যাগিং? অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যানের চিঠি ঘিরে জল্পনা
অতীতেও ঘটেছে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু
প্রসঙ্গত, এর আগেও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটান ঘয়েছে খড়গপুর আইআইটি-তে। এর আগে গত জুন মাসে তামিলনাড়ুর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের ওই ছাত্রের নাম ছিল নাম সুরিয়া দীপন। শিক্ষাপ্রতিষ্ঠানেই আচমকা অসুস্থ হয়ে তিনি। তাঁর সহপাঠীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সামার ট্রেনিংয়ের জন্য দু’মাসের ইন্টার্নশিপ করতে খড়গপুর আইআইটিতে এসেছিলেন তিনি। সুরিয়া দীপন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ তিরুবনন্তপুরমের ছাত্র ছিলেন। আরকে হলের একটি ঘরে তাঁর সঙ্গে ছিলেন আরও ২ সহপাঠী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই মৃত্যু হয় দীপনের।

পশ্চিম মেদিনীপুর জেলার আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version