পুজোয় সেজে উঠেছে মহিষাদল রাজবাড়ি। উৎসবের মরশুমে পর্যটকদের চাহিদার কথা ভেবে মহিষাদলে শুরু হয়েছে নয়া ক্যাফে। পকেটসই খরচে সুস্বাদু খাবার। ফুলবাগ প্যালেসের সামনে খোলা হয়েছে এই নয়া ক্যাফে। চা-কফি থেকে শুরু করে হরেক রকমের কুইজিন সবই মিলবে এখানে। তার জন্য পকেট থেকে খসাতে হতে পারে মাত্র ১০ থেকে ৫০০ টাকা।
Source link