রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বাকিবুর রহমান। একাধিকবার তার সঙ্গে এক মন্ত্রীর ঘনিষ্ঠতার কথা উঠে এসেছে। রেশন বণ্টনের বিষয় নিয়ে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। অবশেষে বাকিবুর কাণ্ডে মুখ খুললেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

কী জানালেন তিনি?

এদিন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘যে রাজনীতির মধ্যে পরিবারকে টেনে নিয়ে আসা হয় তাতে আমি বিশ্বাস করি না। রাজত্ব হল গাড়ির চাকা। চাকা ঘুরে আসে। আজ যে উপরে, কাল সে নীচে নেমে যাবে।’ তাঁর কথায়, মনে রাখতে হবে পরিবর্তন ঘটলে তাঁদের এই হাল হতে পারে। কালিমালিপ্ত করতে চাইলেই করা যায় না। ভবিষ্যৎ প্রমাণ করবে আমি কোথায়, কত, কী ভাবে কাজ করেছি।

রেশন বন্টন দুর্নীতি

রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছে তাঁর নাম। এই দুর্নীতিতে সরাসরি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে জন্মদিনে বাকিবুর স্করপিও গাড়ি উপহার দিয়েছেন বলেও দাবি করেন তিনি। শারদ পঞ্চমীর বিকেলে বিরোধী দলনেতার সেই মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

গ্রেফতার বাকিবুর

কয়েকদিন আগেই বাকিবুরের ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর ব্যবসায়ী বাকিবুরকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে গ্রেফতার করে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর একের পর এক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। বাকিবুরের একাধিক চাল কল, কোটি কোটি টাকার সম্পত্তি, পানশালা, দামী গাড়ির সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন ইডি আধিকারিকরা।

বিজেপির চাপ

বাকিবুর গ্রেফতার হওয়ার পরেই সুর চড়িয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি রেশন বন্টন দুর্নীতিতে ‘রাজ্যের খাদ্যমন্ত্রীরা জড়িত’ বলে দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

বাকিবুর রহমান: একাধিক হোটেলের মালিক, গ্যারাজে পোর্শে-BMW গাড়ি! মন্ত্রী ঘনিষ্ঠের ‘কুবেরের ধন’-এ চোখ ছানাবড়া তদন্তকারীদের
এই দুর্নীতির তদন্তের গভীরে যাওয়া উচিত, তাহলে আরও অনেক সত্য উদঘাটন হবে বলে দাবি করেছেন তিনি। বাকিবুরকে গ্রেফতারির পর ইডি আদালতে জানায়, রেশন ডিলারদের একাংশ ও দফতরের কিছু আধিকারিকের সঙ্গে হাত মিলিয়ে অনেক দুর্নীতি হয়েছে। যার পুরোধা ছিল বাকিবুর। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে রেশন বন্টন দুর্নীতির আরও গভীরে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version