একের পর এক সমস্যায় জর্জরিত মহুয়া মৈত্র। প্রথমে ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর আর্থিক সুবিধা নিয়ে লোকসভায় আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। ব্যবসায়ী হিরানন্দানির থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে জাতীয় রাজনীতিতে বিদ্ধ মহুয়া। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে লোকসভা স্পিকারের কাছে। আর এরই মধ্যে সবথেকে বড় সমস্যা তৃণমূলের তরফে মহুয়ার সমর্থনে কোনও বয়ান বরং নিরুত্তর জোড়াফুল। সমস্যার বেড়াজালে ঘেরা মহুয়া মৈত্রকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মহুয়াকে আক্রমণ…

ষষ্ঠীতে নন্দীগ্রামে পুজো উদ্বোধনে এসে বিরোধী দলনেতার নিশানায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। পাশাপাশি সাংসদ মহুয়া মৈত্রকে এথিক্স কমিটি ডাকার বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু মন্তব্য করে বলেন, ‘লোকসভার এথিক্স কমিটি দ্রুত কড়া ব্যবস্থা গ্রহণ করুক। আর্থিক দুর্নীতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। মা কালীর অভিশাপ পড়েছে। এর আগে বলেছিলেন, মা কালী মদ আর সিগারেট খায় । প্রমাণ হয়ে গিয়েছে মা কালী বা সনাতনী দেব দেবীদের নিয়ে মন্তব্য করলে তার ফল পর জন্মে নয়, এই জন্মেই ভোগ করতে হয়।’

রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়কে নিশানা

এখানেই শেষ নয়, রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ওকে বাতেলা মারতে হবে না। নোট বন্দির সময় ৪ কোটি টাকা বদলে ছিল তার জবাব দিক আগে। মেয়ের জন্মদিনে স্করপিও গাড়ি উপহার এত টাকা কথায় ছিল। আগে ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াতো এখনও কয়েকশ কোটি টাকার মালিক হয়েছেন। এখন এই সব বলে লাভ নেই।’

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজনীতির মধ্যে পরিবারকে টেনে নিয়ে আসে সেই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আজ যে উপরে কাল সে নীচে।’ তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আক্রমণ।

Mahua Moitra News : মহুয়ার বিরুদ্ধে ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ ইস্যুতে নিশিকান্ত দুবের বক্তব্য শুনবে এথিক্স কমিটি, কবে ডাক?

নন্দীগ্রাম নিয়েও নিশানা মুখ্যমন্ত্রীকে

এর মধ্যে নন্দীগ্রাম নিয়েও নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘ভুলতে পারি নিজের নাম ভুলবো নাকো নন্দীগ্রাম। শাসকদলের এই মন্তব্য দুর্গা পুজোয় ঘুরে গেল বলে মনে করা হচ্ছে। কারণ নন্দীগ্রামে ৪৮ টি পুজোর মধ্যে ৪৭টি পুজোর উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।’ এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘গ্রামের প্রান্তিক এলাকায় কেউ যায় না। আমি সেই সমস্ত এলাকায় যাচ্ছি। পুজোর উদ্বোধন করছি। এলাকার মানুষের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করছি। নন্দীগ্রামে ৪৮ টি পুজোর মধ্যে আমি ৪৭ টি উদ্বোধনের ডাক পেয়েছি। কিন্তু সব গুলো হয়তো যেতে পারব না তবে তাদের পাশে থাকব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version