কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দির নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অযোধ্যার রাম মন্দিরের অনুরূপ মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে প্রতিদিন। তবে কলকাতা ছাড়াও আরও এক জেলায় রাম মন্দিরের অনুরূপ মণ্ডপ নির্মাণ করা হয়েছে।

কোথায় রাম মন্দির?

বালুরঘাট নিউ টাউন ক্লাবের ৭১তম বর্ষে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হয়েছে অযোধ্যায় নির্মিয়মান রাম মন্দিরের আদলে। শুক্রবার বালুরঘাটের রাম মন্দির উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ফিতে কেটে মণ্ডপটি উদ্বোধন করেন।

পুজোয় নতুন চমক

বালুরঘাট শহরের উত্তর প্রান্তে অবস্থিত নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগারে প্রতিবছর নতুন কিছু চমক থাকে। গত বছর বুর্জ খলিফার আদলে মণ্ডপ করে চমকে দিয়েছিলেন তাঁরা। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দিয়ে মণ্ডপ উদ্বোধন করেছিল এই পুজো কমিটি। এ বছর নিউটাউন পল্লি পাঠাগারের সভাপতি মনোনীত হয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাব বলে পরিচিত নিউ টাউন ক্লাবের পুজোয় যে চমক থাকবে তা বলাই বাহুল্য।

রাম মন্দির দেখার সুযোগ

এবছর অযোধ্যায় প্রধানমন্ত্রীর রাম মন্দির উদ্বোধনের আগে বালুরঘাটে রাম মন্দির আদলে রাম মন্দির তৈরি করায় বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী রাম মন্দিরের রেপ্লিকা দেখতে পাবেন। ফলে কলকাতার বাসিন্দা না হয়েও রাম মন্দিরের অনুরূপ মণ্ডপ দেখতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।

কী জানালেন বিজেপি সাংসদ?

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, ‘মা আমাদের মধ্যে এসেছেন। আমরা এই চারদিন মাকে নিয়ে ব্যাস্ত থাকব। এই ক্লাব সভাপতি আমি হলেও আমি সময় দিতে পারি না, এই পুজোর কৃতিত্ব ক্লাব সম্পাদক এবং সদস্যদের প্রাপ্য।’ তাঁর কথায়, আশা করি বালুরঘাটের দর্শনার্থীদের ভালো লাগবে এই মণ্ডপ ও জেলার সেরা পুজো হবে এই নিউ টাউন ক্লাবের পুজো।

Durga Puja Awards 2023: কলকাতার সেরা পুজো কারা? ‘কলকাতা শ্রী’-এর রিপোর্ট প্রকাশ ফিরহাদ হাকিমের
পাশাপাশি এলাকার মানুষদের পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির একজন সভাপতি সুকান্ত মজুমদার কোন রাজনৈতিক বক্তব্য দিতে চাননি। তিনি বলেন মায়ের দর্শন করতে এসেছি এখানে রাজনৈতিক বিষয়ে কিছু বলবো না। উল্লেখ্য, উত্তর কলকাতায় বিজেপি নেতা সজল ঘোষের তত্ত্বাবধানে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দিরের থিম নির্মাণ করা হয়েছে। গত সোমবার মণ্ডপ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version