দু’বছর হতে চলল মায়ের আরাধনার আয়োজনে নেই অনুব্রত মণ্ডল। গোরু পাচার দুর্নীতিতে অভিযুক্ত কেষ্ট তিহারে বন্দি। বছর দেড়েক আগে অনুব্রত গ্রেফতার হলেও বন্ধ হয়নি তাঁর গ্রামের বড়ির দুর্গাপুজো। নানুরের হাটসিরান্দি গ্রামে সেই জৌলুস, ধুমধাম আর নেই, তবু সামান্য হলেও হয়েছে দুর্গাপুজোর আয়োজন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের পুজোতেই এবার দেখা মিলল কাজল শেখের। অনুব্রত মণ্ডলের পরিবারের সঙ্গে পুজোয় সৌজন্য সাক্ষাৎ একদা অনুব্রত মণ্ডল বিরোধী বলে পরিচিত তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজলের।

বছর দেড়েক কেটে গিয়েছে, জেল বন্দি অনুব্রত মণ্ডল। তার বোলপুরের বাড়ি এখন শুনশান। ঠিক একই অবস্থা তার নানুর ব্লকে হাটশিরান্ডির আদি বাড়ীরও । কারণ, অনুব্রত মণ্ডল ঢেলে সাজিয়েছিলেন তার গ্রামকে। এছাড়াও চার দিন সেই গ্রামের বাড়িতে থেকেই ধুমধাম করে দুর্গাপুজো করতেন অনুব্রত । পুজোয় নতুন জামা কাপড়ও দিতেন গ্রামবাসীদের । শুনতেন তাদের সুবিধা অসুবিধার কথা । তাই অনুব্রতর অনুপস্থিতিতে সেই দুর্গাপুজোর ভবিষ্যৎ কী তাই নিয়ে চিন্তায় গ্রামবাসীরা।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের আদি বাড়ি নানুর ব্লকের হাটসেরান্দিতে। অনুব্রত মণ্ডলের বাবার দাদু ওপার বাংলা থেকে এসেছিলেন নানুর ব্লকের হাটসেরান্দিতে। তারপর সেখানেই শুরু হয় তাঁদের বসবাস। মণ্ডল পরিবার সূত্রেই এই গ্রামে প্রথম দুর্গাপুজো শুরু হয়। ওপার বাংলা থেকে চলে আসা সেই দুর্গাপুজো দেখতে দেখতে পার করে ফেলেছে সাড়ে তিন’শ বছর এবং শুধু হাটসেরান্দিতে পুজোর বয়স ১৪১ বছর। অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর থেকেই কার্যত শুনশান তাঁর গ্রামের বাড়িও। তিনি বোলপুরে স্থায়ীভাবে বসবাস করলেও পুজো চারদিন তিনি গ্রামের বাড়িতে এসে পুজো কাটাতেন। আনন্দ ভাগ করে নিতেন পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষদের সঙ্গে।

অনুব্রতর পুজোয় কাজল শেখ

এই পুজো চারদিন যেমন পরিবারের সদস্যরা মেতে ওঠেন তেমনি দাপুটে তৃনমূল নেতার এই পুজোয় মেতে ওঠেন গ্রামবাসীরাও। চারদিন ধরে চলে খাওয়া দাওয়া। সপ্তমীর দিন অনুব্রত মণ্ডল এলাকায় কাপড় বিতরণ করতেন। বাকি তিনদিন ধরে চলতো বিভিন্ন হইহুল্লোড় । কিন্তু অনুব্রত মণ্ডল অর্থাৎ গ্রামবাসীর আদরের কেষ্ট তিনি কবে মুক্তি পাবেন, কবেই আবার গ্রামের বাড়ির পুজোয় আসবেন সেই চিন্তায় এলাকাবাসীরা।

আগে পুজোর চারদিন ধরে গ্রামে বিভিন্ন নেতা মন্ত্রী ভিড় জমাতো। অনেকের পড়ে থাকা কাজ তখন জানাতেন তাদের । কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে সেই গ্রামের পুজোয় আর আসেন না কোনও নেতা। এমনকি অনুব্রত ঘনিষ্ঠদেরও দেখা যায় না, দুর্গাপুজোর সময় সেই চত্বরে। কিন্তু, এবছর তার পুজোয় দেখা গেল অনুব্রত বিরোধী তকমা প্রাপ্ত কাজল শেখকে। সপ্তমীর সন্ধেয় গিয়ে তার পরিবারের সঙ্গে সারলেন সৌজন্য সাক্ষাৎ। পূজা প্রাঙ্গণেও দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা গেল তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version