ভাইপোর ওপরে আক্রমণ কাকার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাকা নব কুমার নস্কর ও ভাইপো সুবীর নস্করের মধ্যে জমি জায়গা নিয়ে গণ্ডগোল চলছিল। সেই বিবাদ আজ চরমে ওঠে। এদিন সকালে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে ভাইপো ও কাকার মধ্যে চূড়ান্ত গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, কাকা নব কুমার নস্কর সেই সময় ধারাল অস্ত্র দিয়ে ভাইপো সুবীর নস্করের ওপরে হামলা চালান। অস্ত্রের আঘাতে জখন হন সুবীর। কিন্ত সেই সময় রক্তাক্ত অবস্থায় ভাইপোকে দেখেই নিজেই নিজের গলা কেটে ফেলেন কাকা নব কুমার।
ভাইপোকে স্থানান্তরিত কলকাতায়
এরপর দু’জনকে তড়িঘড়ি বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কাকা নব কুমারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে অবস্থার অবনতি হয় ভাইপোর। যার জেরে তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ। মৃতের দেহটিতে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
খড়দাতে স্ত্রীকে খুন করে আত্মহত্যা স্বামীর
দিন কয়েক আগে এই ধরণেরই একটি ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দায়। স্ত্রীকে গলার নলি কেটে খুন করার পর আত্মঘাতী হন স্বামী। চলতি মাসের শুরুতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খড়দা থানার পাতুলিয়া বটতলা এলাকায়। দম্পতির নাম পাপ্পু সাউ এবং পূজা সাউ।
দীর্ঘদিন চলছিল সাংসারিক বিবাদ
জানা যায়, স্ত্রী পূজা সাউকে নিয়ে নিজের বাড়িতেই বাস করতেন পাপ্পু সাউ। স্থাবীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল দম্পতির মধ্যে। চলতি মাসের ১ তারিখ বাড়ির পরিচারিকা সকালে দরজা খুলে দেখতে পান স্ত্রী পূজা সাউ গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছেন। আর আত্মঘাতী হয়েছেন পূজার স্বামী পাপ্পু সাউ। দ্রুত খবর দেওয়া হয় রহড়া থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।