আগামী শনিবার ২৮ তারিখ কোজাগরী লক্ষ্মীপুজো। আর সেই দিনের পরিষেবার বিষয়ে বিস্তারিত জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) ২৩৪টির পরিবর্তে ১৮৮টি (৯৪ আপ ও ৯৪ ডাউন) পরিষেবা পাওয়া যাবে৷ এর মধ্যে আবার ১৬৪টি পরিষেবা দক্ষিণেশ্বর থেকে মিলবে।

প্রথম পরিষেবার সময়
সকাল ৬টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর। (অপরিবর্তিত)
সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (এখানেও কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবার সময়
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ। (অপরিবর্তিত)
রাত সাড়ে ৯ টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোনও পরিবর্তন নেই)
রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম। (পরিবর্তন নেই)

তবে উত্তর-দক্ষিণ শাখায় পরিষেবায় পরিবর্তন আনা হলেও পূর্ব-পশ্চিম মেট্রো অর্থাৎ গ্রিন লাইন পরিষেবা অপরিবর্তিত থাকবে বলেই জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এদিকে শুক্রবার দুর্গাপুজো কার্নিভ্যাল উপলক্ষেও থাকছে বিশেষ পরিষেবা। ওইদিন ২৩৪টির পরিষেবার পরিবর্তে ২৫২টি পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে।

প্রথম পরিষেবা
সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৬টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ
সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

শেষ পরিষেবা
রাত ১০টা ৫৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (৯টা ২৮ মিনিটের পরিবর্তে)
রাত ১১টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (রাত সাড়ে ৯টা পরিবর্তে)
রাত ১১টা ১০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত (রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে)
রাত ১১টা ১০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে)

প্রসঙ্গত, মানুষকে আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য সর্বদা তৎপর কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত দুর্গাপুজোতেও দেওয়া হয়েছে বিশেষ পরিষেবা। স্পেশ্যাল সার্ভিস শুরু হয়ে গিয়েছিল পঞ্চমী থেকেই। সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর চলেছে মেট্রো। আর এবার দুর্গাপুজোর কার্নিভ্যালেও বিশেষ পরিষেবা পাবেন যাত্রীরা। এছাড়া পুজোর আগে কেনাকাটার জন্য শনি ও রবিবারগুলিতেও স্পেশ্যাল সার্ভিস দেওয়া হয়েছিল মেট্রোর তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version