Red Road Carnival Traffic Instruction: খাতায় কলমে শেষ বাঙালির সবথেকে বড় উৎসব। ছুটি শেষে ফের অফিসমুখী উৎসব প্রিয় জনতা। তবু শেষ হয়নি উৎসবের মেজাজ। শহরে এখন দুর্গোৎসবের ক্লাইম্যাক্স। মাকে বিদায় জানাতে রেড রোডে কার্নিভ্যালের প্রস্তুতি তুঙ্গে। একইধারে বির্সজনের আজ তৃতীয় দিন। শহরের বেশ কিছু পুজোর বির্সজনের কথা রয়েছে এদিন। ফলে ভাসান ও কার্নিভ্যালের কথা মাথায় রেখে কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ।

মিটিং মিছিলের কর্মসূচি

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে রাস্তায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোনও দুর্ঘটনা বা রাস্তায় জটিলতার খবর নেই। পুজো মিটতেই দ্বাদশীর রাস্তায় ফের মিটিং মিছিলের কর্মসূচি। এদিন দুপুর ১২টা নাগাদ শিয়ালদায় একটি মিছিলের কথা রয়েছে। শিয়ালদা উড়ালপুল থেকে মিছিলটি বেরিয়ে মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জী রোড, ডোরিনা ক্রসিং হয়ে যাবে নিউ রোড। এর ফলে ওই সময় ওই এলাকায় সাময়িক যান চলাচলে প্রভাব পড়তে পারে। তবে তার জন্য ট্রাফিকের কাছে পরিবর্তিত প্ল্যান রেডি।

দ্বিতীয় মিছিলটি বেলা দেড়টা নাগাদ লেডি ব্রের্বোন কলেজ থেকে বেরবে একটি মিছিল। সেখানে ৪০০-এর বেশি জমায়েত হওয়ার কথা। পার্ক সার্কাস সাত মাথা হয়ে মিছিল যাবে শেক্সপিয়ার সরণী ও হো চি মিন সরণী। ওই সময়ে এই রাস্তা এড়িয়ে চলাই ভালো। যদিও ট্রাফিকের দাবি, এর জন্যে যান চলাচল যাতে ব্যাহত না হয়, তা নজরে রাখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাস্তা ঘুরিয়ে হলেও ট্রাফিক সচল রাখবে পুলিশ বলে জানা গিয়েছে।

Sreebhumi Puja Pandal : শ্রীভূমির ‘ডিজনিল্যান্ড’ দেখার শেষ সুযোগ! কবে অবধি থাকছে এই পুজো মণ্ডপ?

কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

দ্বাদশীতেও রয়েছে কিছু ঠাকুরের বিসর্জনের পরিকল্পনা। ফলে ঘাটের কাছাকাছি রাস্তায় সাময়িক যানচলাচলে অসুবিধা হলেও হতে পারে। অন্যদিকে কার্নিভ্যালের জন্য আজ রাত ১২টা থেকে বন্ধ থাকবে রেড রোড। প্রস্তুতির কাজের জন্য শুক্রবার ৯টা অবধি যান চলাচল বন্ধ থাকবে। আগামীকাল এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়িদের জন্য বন্ধ থাকবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোড, লার্ভাস লেন, কুইনস ওয়ে, পলাশি গেট রোড ও এসপ্ল্যানেড র‌্যাম্প পুরোপুরি বন্ধ থাকবে। আপাতত এর বাইরে শহরে কোথাও যান নিয়ন্ত্রণের আপাতত খবর নেই। পরিবর্তিত পরিস্থিতি বদলাতে পারে যান চলাচলের রুট। রাস্তায় বেরিয়ে কোনও বিপদে পড়লে ফোন করতে পারেন ট্রাফিকের টোল ফ্রি নং 1073-এ ফোন করলেই সঙ্গে সঙ্গে পৌঁছবে সাহায্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version