রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয় ব্যবসায়ী বাকিবুর রহমান নেমে। তদন্তে নেমে দেশ বিদেশে ছড়িয়ে থাকা চালকল ব্যবসায়ীর প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির তদন্তকারীরা। ফের একবার বাকিবুরের বিপুল স্থাবর সম্পত্তির হদিশ পাওয়া গেল উত্তর ২৪ পরগনা জেলায়? বাদুড়িয়াতে ১২ বিঘা জমির হদিশ মিলেছে, আর তা নিয়েই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই জমি বাকিবুর রহমানের। যদিও এই জমি নিয়ে এখনও কোনও নথি পাওয়া যায়নি। এই ঘটনা ছড়িয়ে পড়তেই বাদুড়িয়ার ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

বাকিবুরের নতুন সম্পত্তির হদিশ

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়াতে বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। বাদুড়িয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় ২১০ কাঠা জমির হদিশ পাওয়া গিয়েছে। এলাকাবাসীদের দাবি, কয়েক বছর আগে খুবই কম টাকায় প্রভাব খাটিয়ে স্থানীয়দের থেকে এই জমি কেনা হয়েছে। এখানে একটি ধান মজুত করা গোডাউন তৈরি করা হয়েছিল।

এলাকাবাসীদের দাবিতে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই গোডাউনে মাঝেমধ্যেই ধান মজুত করতে দেখা যেত শ্রমিকদের। আবার কখনও দীর্ঘদিন ধরে বন্ধ থাকত গোডাউন। তবে গোডাউনের আসল মালিক কে, তা এখনও অজানা স্থানীয়দের কাছে। এই গোডাউনকে বাকিবুরের বেআইনি সম্পত্তি বলে দাবি করলেও উপযুক্ত কোনও নথি দেখাতে পারেননি স্থানীয়রা। তবে বেশ কয়েকবার বাকিবুরকে এই গোডাউনে আসতে দেখা গিয়েছে বলে দাবি গ্রামবাসীদের।

Jyotipriya Mallick PA : ‘বাকিবুর মন্ত্রীর অফিসে আসতেন…’, বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়কের
চাঞ্চল্যকর দাবি স্থানীয়দের

স্থানীয়দের দাবি প্রভাব খাটিয়ে কয়েক বছর আগে খুব কম দামে এই জমি কেনা হয়। বলপূর্বক অনেকের জমিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীরা ভয়ে এতদিন চুপ ছিলেন। কিন্তু বাকিবুর গ্রেফতার হওয়ার পর তাঁরা মুখ খুলতে শুরু করেছেন। ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।

জমির পূর্ব মালিক রীতা ঠাকুর বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে এই জমি নিয়ে নিয়েছে। কিছু টাকা দিয়েছে। তবে অনেক টাকাই বাকি। এখানে কাজ দেওয়ার কথাও বলা হয়েছিল। সম্পূ্র্ণ বেআইনিভাবে এই জমি কেনা হয়েছিল। নিয়ম বহির্ভূতভাবে এই জমি কেনা হয়।’

কী বলছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব?

বাদুড়িয়া ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অংশুমান দত্ত বলেন, ‘এটা বাকিবুরের কেনা জমি কি না জানি না। এখানে একটি গোডাউন তৈরি করা হয়। গোডাউন মালিকের বাড়ি দেগঙ্গার দিকে এমনটা শুনেছি। এর বেশি আর কিছু বলতে পারব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version