কী জানা যাচ্ছে?
রবিবার তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরিপ্রার্থী ঐক্য মঞ্চের সদস্যরা। দ্রুত নিয়োগের দাবিতে কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন তাঁরা। রবিবার তাঁদের সঙ্গে সাক্ষাতের সময় দেন কুণাল। এরপর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কুণাল ঘোষের সঙ্গে দেখা করে।
বৈঠক কুণালের সঙ্গে
দুই পক্ষের মধ্যে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় বলে জানা গিয়েছে। দ্রুত নিয়োগের ব্যবস্থা যাতে রাজ্য সরকার করে সে ব্যাপারেই আবেদন জানানো হয় রাজ্য সরকারের কাছে। যদিও, নিয়োগ সংস্থা বা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি যুক্ত নন কুণাল ঘোষ। সেই কারণে, তাঁদের বার্তা যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছনো যায় সে ব্যাপারে আশ্বাস দেন তৃণমূল নেতা।
কী জানালেন কুণাল?
কুণাল ঘোষ জানিয়েছেন, চাকরি প্রার্থীদের সমস্ত কথা তিনি শুনেছেন। তিনি রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করবেন। তাঁদের বার্তা পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন। সরকার সর্বত ভাবে চায় চাকরি হোক। রাজ্য সরকার চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল হলেও মামলাজনিত জটিলতার কারণে বিষয়টি আটকে আছে। যত দ্রুত সম্বব নিয়োগের ব্যাপারে যাতে রাজ্য সরকার ব্যবস্থা নেয়, সে ব্যাপারে তিনি যোগাযোগ রক্ষাকারী হিসেবে ভূমিকা পালন করবেন বলে জানান।
গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলন
দীর্ঘদিন ধরেই নিয়োগের ব্যাপারে আন্দোলন চালিয়ে আসছেন গ্রুপ ডি পদের চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৬ সালে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন ৬০ হাজার গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। ৬০ হাজারের মধ্যে এখনও পর্যন্ত ৫ হাজার ৪০০ জনের নিয়োগ হয়েছে। বাকি পদে নিয়োগের বিষয়টি এখনও বিশ বাঁও জলে। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে কোনও লাভ হয়নি। গত অগাস্ট মাসেও চাকরি প্রার্থীরা কলকাতায় প্রতিবাদ মিছিল করেন তাঁরা।
উল্লেখ্য, এর আগে স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা সাক্ষাৎ করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনিও তাঁদের চাকরির ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন জারি রয়েছে। পুজোর মধ্যেও আন্দোলন চালিয়ে গিয়েছেন এসএসসি চাকরি প্রার্থীরা।