উত্তর ২৪ পরগনাকে রাজনৈতিক দিক দিয়ে দুর্বল করতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ভাবে তৃণমূল কংগ্রেসকে দমানো সম্ভব নয়। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। রবিবার নৈহাটির বড়মা কালীমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন সেচমন্ত্রী।

জ্যোতিপ্রিয় ইস্যুতে বিজেপি ও শুভেন্দু অধিকারীকে নিশানা

শুক্রবার রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যবসায়ী বাকিবুর রহমানের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করে ED। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেই প্রসঙ্গ পার্থ বলেন, ‘নতুন করে এই নিয়ে কিছু বলার নেই। আইন আইনের পথে চলবে। তবে এটা বলতে পারি জ্যোতিপ্রিয় মল্লিকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলকে দুর্বল করা যাবে না। নানা ইস্যুতে আমাদের আন্দোলন থেমে থাকবে না। কেষ্ট মণ্ডলকে গ্রেফতার করেও বীরভূম তৃণমূলের হাতছাড়া হয়নি। কোনও নেতাকে জেলে ঢুকিয়ে কেউ যদি ভাবে তৃণমূলকে দুর্বল করে দেবে, সেটা হবে না। জ্যোতিপ্রিয় মল্লিককে হেনস্থা করা হচ্ছে।’

Naihati Boro Maa : কালীপুজোর আগেই সুখবর, নয়া মূর্তি প্রতিষ্ঠার পরেই খুলে গেল নৈহাটির বড়মার নতুন মন্দির
শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী টাকার ভাগ বাটোয়ারার বিষয় সব থেকে বেশি জানে। কী ভাবে টাকার ভাগ হয় সেটা উনি সব থেকে ভালো বলতে পারেন। ওঁর নাম সিবিআইয়ের খাতায় সবার আগে ছিল। নিজের পিঠ বাঁচাতে শুভেন্দু অমিত শাহের পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। ওঁর মতো সবার শিরদাঁড়া বিক্রি হয়ে যায়নি। আর বিরোধীদের ওপর এই ঘটনা সারা ভারত জুড়ে চলছে। কেন্দ্রের বিজেপি সরকার যা করছে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। আগামী দিনে আরও অনেকের বাড়িতে এই ধরনের হানা পড়তেই পারে।’

নৈহাটির বড়মা মন্দিরের উদ্বোধন

নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালীপুজো সমিতি এবার ১০০ তম বর্ষে পদার্পণ করল। কথিত আছে ‘ধর্ম হোক যার যার বড়মা সবার’। সেই উপলক্ষে এবার নৈহাটি বড় কালী পুজো সমিতি তরফের বড়মার নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক তাপস রায়, বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version