জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকিত্‍সার ভুলের জন্য ইনফেকশন সেপসিস হয়ে যায়। নিজের পায়ের চিকিত্‍সা নিয়ে নবান্নে মন্তব্য মমতার। এসএসকেএমের চিকিত্‍সকদের উপর ভরসা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী। কটাক্ষ বিজেপির। মুখ্যমন্ত্রীর ভুল চিকিত্‍সার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে তোপ দাগেন শুভেন্দু। খোঁচা বামেদেরও। এদিন নবান্নে মমতা বলেন, ‘আমি নাকি ৫৫ দিন পর নবান্ন এসেছি। আচ্ছা ভারতবর্ষের কোন কোন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কাজ করেন বলুন তো? মুখ্যমন্ত্রী যেখানে থাকেন সেটাই মুখ্যমন্ত্রীর অফিস। ভুল ট্রিটমেন্টের জন্য, আমার ইনফেকশন হয়ে গিয়েছিল। আমার হাতে স্যালাইন চ্যানেল করা ছিল ৫ দিন। আমার স্পেন সফর পুজো সফর সব ধরে নিলেন এর মধ্যে!’

আরও পড়ুন, Mamata Banerjee: ‘কেঁচো খুঁড়লে কিন্তু সাপ বেরোবে’, সিঙ্গুর ইস্যুতে মমতার নিশানায় শুভেন্দু!

এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিত্‍সার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এক্স হ্যান্ডলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। নিজের এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা লিখেছেন, ‘এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিত্‍সার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা হল, রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতালকে তোলামূলী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল। এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তারবাবুরা চিকিত্সা কম করছেন এবং রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন।’

বাম নেতা সুজন চক্রবর্তী, ‘প্রথমত মুখ্য়মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। এতদিন লাগছে কেন? সেটা তো উদ্বিগ্ন হওয়ার কথা। আর উনি যা বললেন তা মারাত্মক। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় বিভ্রাট হলে সাধারণ মানুষের ভরসা রাখা কতটা যথাযথ? মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে।’ 

এদিন সিঙ্গুরের জমি প্রসঙ্গেও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্য়মন্ত্রী বলেন, ‘এখন তো একবছর নিয়ম করে দিয়েছি আমরা, ক্যাবিনেটে আসতে হবে, প্রত্যেকটা জমি কাকে দিচ্ছি, কী দিচ্ছ। আমরা কি দেখতে গিয়েছি, হলদিয়া ডেভালমেন্ট অথিরিটি যাঁরা দায়িত্বে ছিলেন আগে, মন্ত্রী থাকাকালীন,  কোন জমি কত টাকায় বিক্রি করেছে?  ডেভালপমেন্ট অথিরিট বানিয়ে দিলাম ভালো করার জন্য, কত জমি দিয়েছে? ৬০০ হোটেলই তো তৈরি হয়েছে। আমরা একবারই জানতে গিয়েছি’।

আরও পড়ুন, ‘অশোক স্তম্ভের সম্মান রক্ষা করেননি, কারও দাসের মত কাজ!’ কড়া ভর্ৎসনা বিচারপতি গাঙ্গুলির

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version