কী জানা যাচ্ছে?
রেশন বন্টন দুর্নীতি নিয়ে তদন্তে নেমে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে বর্তমান রাজ্য রাজনীতি। এরই মাঝে বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় পুরসভার ১নং ওয়ার্ডে।
স্থানীয়রা কী জানাচ্ছেন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে স্থানীয় কিছু বাসিন্দারা দেখতে পান, যে রাস্তার ধারে থাকা একটি ঝোপের আড়ালে বেশকিছু ডিজিটাল রেশন কার্ড পড়ে রয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর দেয় রায়গঞ্জ থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
তদন্তে নেমেছে পুলিশ
পুলিশ এসে পড়ে থাকা ডিজিটাল রেশন কার্ডগুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। কিন্তু এই রেশন কার্ডগুলি কী ভাবে ওখানে এল? সদুত্তর দিতে পারেননি স্থানীয় বাসিন্দারা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে ধন্দ্বে স্থানীয় লোকজন। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মিন্টু দাস জানিয়েছেন, ‘সকালে প্রাতঃভ্রমণে গিয়ে আমরা দেখতে পাই যে ১০ থেকে ১২টির মতো ডিজিটাল রেশন কার্ড পড়ে আছে। এমন প্রয়োজনীয় জিনিস রাস্তার ধারে পড়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হয়। পরবর্তী সময়ে আমরা পুলিশে খবর দিই।’ এরপরেই পুলিশ এসে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, এই রেশন কার্ডগুলো যাঁদের তাঁরা ফিরে পাক। এই ঘটনায় কোনও রহস্য আছে কিনা সেটাও প্রকাশ পাক।’ তবে গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে শহর জুড়ে।
রাজ্যে একাধিক ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছিল, সেগুলি ইতিমধ্যেই রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফে বাতিল করা হয়েছে। ভুয়ো রেশন কার্ড এবং রেশন বন্টন ব্যবস্থার গাফিলতি নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী উভয় শিবির। এর মধ্যে ফের রাস্তার ধারে ডিজিটাল রেশন কার্ড পড়ে থাকার ঘটনায় ফের প্রশ্নচিহ্ন-এর মুখে ফেলে দিল রাজ্যের রেশন ব্যবস্থার গাফিলতির বিষয়টিকে।