জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই শুরু হয়েছে সেতু মেরামতির কাজ। তা পরিদর্শনে গতকাল যান কলকাতা পুলিশের বেশ কিছু কর্তা। বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজের জন্য যান নিয়ন্ত্রণের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল পুলিশের তরফে। সেতুর কেবল তার সহ একাধিক জায়গায় মেরামতির কারণেই এই যান নিয়ন্ত্রণ। যা থাকবে আগামী আট মাস। এমনটাই জানানো হয়েছিল পুলিশের তরফে। কিন্তু, পয়লা নভেম্বর থেকে আপাতত কোনও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না।
কেন হচ্ছে না যান নিয়ন্ত্রণ?
বিদ্যাসাগর সেতুতে কাজ চলাকালীন প্রথম দফায় হাওড়াগামী ও দ্বিতীয় দফায় কলকাতাগামী ভারী ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানানো হয়েছিল। তবে দেখা যায় গতকাল এর মধ্যে কোনওটাই হয়নি। কারণ হিসেবে জানা গিয়েছে প্রথমে ঠিক ছিল হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBC, বিদ্যাসাগর সেতুর হাওড়া এবং কলকাতামুখী রাস্তায় মোট ছটি লেনের মধ্যে দুটি দুটি করে লেন আটকে কাজ হবে। সেক্ষেত্রে বাকি চার লেন দিয়ে চালানো হবে গাড়ি। সেক্ষেত্রে গাড়ি চলাচল মসৃণ করতে সরাতে হবে ডিভাইডার। সেই ডিভাইডার সরাতে ২ সপ্তাহ মতো সময় লাগবে বলে জানিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBC। তাই আপাতত প্রথমেই ডিভাইডার সরানোর কাজ চলছে। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরই সেতুর মূল কাজে হাত দেওয়া হবে। তাই এখনও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, যান নিয়ন্ত্রণ শুরু হলে প্রথমেই ভারী পণ্যবাহী গাড়ি লরি, ট্রাক এবং ট্রেলারের মতো ভারী গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বাকি নির্দেশিকা যা ছিল তা আগের মতোই আছে। যান নিয়ন্ত্রণ শুরু হলে তা কাজ শেষ না হওয়া পর্যন্ত জারি থাকবে। আপাতত আট মাস এই নিয়ন্ত্রণ জারি থাকবে।