জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শাসকের কোপে সাংস্কৃতিক মঞ্চ? এবার সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে নাটক করার অপরাধে চাকদহ নাট্য উত্সবের বুক করা শো বাতিলের অভিযোগ। ২৩-২৬ নভেম্বর ঋত্বিক সদনের বুকিংও কানসেল করা হয়। কাঠগড়ায় কল্যাণী পুরসভা। চাকদহ নাট্যজনের দাবি, সরকারের নির্দেশই এই সিদ্ধান্ত। ৪দিনে দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ৬টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। দলের তরফে জানানো হয়েছে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন, Dadagiri: কলকাতার হলুদ যুবরাজ, ট্যাক্সিচালকই জীবন্ত এনসাইক্লোপিডিয়া! চড়েছেন?
সংগ্রামী মঞ্চের অবস্থানে নাটকের খেসারত। চাকদহ নাট্য উত্সব বাতিলে বিতর্ক চরমে। চারদিনের হল বুকিং খারিজ। রাজনৈতিক রোষেই সিদ্ধান্ত কল্যাণী পুরসভার। সরব আয়োজকরা।
আরও পড়ুন, Shovan-Sohini: সোহিনীর সঙ্গে আদুরে ছবি শোভনের, আচমকাই গায়েব পোস্ট, ব্যাপার কী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)