শুক্রবার থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হল ‘ডাইরেক্ট ট্রান্সফার ফেসিলিটি’। অন্তঃদেশীয় বিমান চড়ে আন্তর্জাতিক বিমান ধরার জন্য যাঁরা কলকাতা বিমানবন্দরে নামবেন, এই পরিষেবা চালুর ফলে তাঁদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এতে যাত্রীদের কমপক্ষে ৩০ মিনিট সময় বাঁচবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

আন্তর্জাতিক বিমান ধরার জন্য যেসব যাত্রীরা অন্তঃদেশীয় বিমানে কলকাতা বিমানবন্দরে নামতেন, তাঁদের এতদিন সমস্যার মুখোমুখি পড়তে হত। ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে ফের নতুন করে আন্তর্জাতিক টার্মিন্যাল দিয়ে ভিতরে ঢুকতে হত। এতে যেমন একদিকে অতিরিক্ত সময় লাগত, তেমন ভারী ব্যাগ বহন করে নিয়ে যেতে হত।

বিমানবন্দর সূত্রে খবর, প্রথমে দু’দিনের জন্য পরীক্ষামূলকভাবে ‘ডাইরেক্ট ট্রান্সফার ফেসিলিটি’ চালু করা হয়। কিন্তু , শুক্রবার থেকে তা পূর্ণ সময়ের জন্য চালু করা হয়েছে। এই পরিষেবা চালুর ফলে অন্তঃদেশীয় বিমান থেকে নেমে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে যাত্রীরা আন্তর্জাতিক টার্মিন্যালে প্রবেশ করতে পারবেন। ব্যাগ নিয়ে আলাদা করে বিমানবন্দরের বাইরে বেরিয়ে ফের তাঁদের আন্তর্জাতিক টার্মিন্যালে প্রবেশ করতে হবে না।

Jewar Airport: দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট নয়ডায়, তুলনায় সস্তা হবে দিল্লি-কলকাতা বিমান টিকিট
কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আন্তর্জাতিক বিমান ধরার জন্য অন্য রাজ্যের যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামেন। এখন তাঁরা নির্দিষ্ট চ্যানেল থেকে নিজেদের লাগেজ ও ব্যাগপত্র তুলে নিতে পারবেন। সেখান থেকে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক বিমান টার্মিন্যালের দিকে গিয়ে লিফট বা এক্সেলেটরে ওঠার আগে লাগেজ জমা করে ইমিগ্রেশনের দিকে এগোতে পারেবন।’

আন্তর্জাতিক বিমান ধরার জন্য বাগডোগরা থেকে প্রত্যেক দিন অনেক যাত্রী কলকাতা বিমানবন্দরে নামেন। এই নয়া পদ্ধতি চালু হওয়ার ফলে শুধুমাত্র বাগডোগরার যাত্রীরাই উপকৃত হবেন না, বরং পূর্ব ও উত্তরপূর্বের রাজ্যগুলির যাত্রীদেরও সুবিধা হবে। কারণ আন্তর্জাতিক বিমান ধরার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে অনেকেই কলকাতা বিমানবন্দরে আসেন।

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক এই নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ভুবনেশ্বর, পটনা, রাঁচি, রায়পুর, বাগডোগরা, গুয়াহাটি, ডিব্রুগড়, আগরতলা, ইম্ফল, ডিমাপুর, আইজল, শিলং এবং অন্যান্য শহর থেকে বহু যাত্রী বিদেশ রওনা হওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে আসেন। ডাইরেক্ট ট্রান্সফার ফেসিলিটি চালু হলে তাঁদেরও সুবিধা হবে।’

উল্লেখ্য, পুজোর মধ্যে অবতরণের সময় বিপাকে পড়ে বিমান। পাখির ধাক্কায় বিগড়ে যায় পরিস্থিতি। কলকাতা বিমাবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। অষ্টমীর দিন এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version