তাপস প্রামাণিক

রেশনে দুর্নীতির জেরে কি টান পড়তে চলেছে খাবারের পাতে? রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর রাইস মিল মালিক এবং ডিলারদের মধ্যে যে রকম আতঙ্ক তৈরি হয়েছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন খাদ্য দফতরের আধিকারিকরা। দফতর সূত্রে খবর, দুর্নীতিতে নাম জড়ানোর ভয়ে অনেক মিল মালিক রেশনে চাল সরবরাহে অনীহা দেখাচ্ছেন।

গত বুধবার থেকে রাজ্যে কৃষকদের থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ শুরু হয়েছে। কিন্তু এখনও অনেক মিল মালিক সরকারের সঙ্গে চুক্তিই সই করেননি। এই প্রবণতা চললে চলতি মরশুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েই সংশয় তৈরি হচ্ছে। রেশনে যেমন চালে টান পড়বে, তেমনই চাষিদের অভাবি বিক্রি বাড়বে। রেশন ব্যবস্থা চালু রাখতে কেন্দ্রের মুখাপেক্ষী হতে হবে রাজ্যকে।

একটা সময় পর্যন্ত রেশনে এফসিআইয়ের চালই দেওয়া হতো। আসত ভিন্‌ রাজ্য থেকে। তার মান নিয়ে প্রচুর অভিযোগ শোনা যেত। সেই সমস্যা মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ শুরু করে। এক সময়ে গরিব কৃষকরা অভাবের তাড়নায় ফড়েদের কাছে কম দামে ধান বিক্রিতে বাধ্য হতেন।

কিন্তু সরকার ন্যায্যমূল্যে ধান কেনায় চাষিরাও বেশি দাম পাচ্ছেন। এ রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার বাইরে প্রায় আড়াই কোটি মানুষ বিনামূল্যে রেশন পান। কৃষকদের থেকে সরাসরি ধান কিনেই সেই চাহিদা মেটায় রাজ্য। রাজ্যের একাধিক এজেন্সি ধান সংগ্রহে যুক্ত। তার অন্যতম ইসিএসসি। যার মাথায় আবার রয়েছেন জ্যোতিপ্রিয়ই। তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।

গত বছর ধান সংগ্রহে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা নিয়ে সিআইডি তদন্ত এখনও চলছে। এর মধ্যেই রেশন দুর্নীতি সামনে আসায় ধান সংগ্রহে নিজেদের জড়াতে চাইছেন না সরকারি অফিসাররাও। কৃষি সমবায়গুলিও মুখ ফেরাচ্ছে। ধান সংগ্রহ কমলে রেশনে চালের জোগান অবধারিতই কমবে।

‘মাথাকে ধরতে হবে!’ জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে মন্তব্য সুজনের, ‘বড় দুর্নীতি’ বললেন শুভেন্দু
সরকারের সঙ্গে চুক্তি না হওয়ার পিছনে অবশ্য অন্য যুক্তি দিচ্ছেন রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুশীল চৌধুরী। তিনি বলেন, ‘ধান থেকে চাল তৈরিতে সরকার কুইন্টাল প্রতি ৩০ টাকা (কেন্দ্র ২০ টাকা, রাজ্য ১০ টাকা) করে মিলিং খরচ দেয়। সেটা ৫০ টাকা করতে বলেছি আমরা। সেই দাবি না মেটায় অনেক জেলায় মিল মালিকরা চুক্তিতে সই করেননি।’

রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা তথা পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের দাবি, ‘রেশন-দুর্নীতির সঙ্গে ধান সংগ্রহের সম্পর্ক নেই। ধান সংগ্রহে কোনও সমস্যা হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version