স্কুলের শিক্ষিকাদের নিজেদের মধ্যে বচসা, আর তার জেরে পড়াশোনা শিকেয় উঠল নৈহাটি পূর্ণানন্দ পল্লী আদর্শ এফ পি স্কুলের। অভিযোগ, স্কুলের তিন শিক্ষিকা দীপ্তি কুর্মি, প্রিয়াঙ্কা সরকার ও মহুয়া রায়পালীত নিজেদের মধ্যে কার্যত গালিগালাজে জড়িয়ে পড়েন। আর তার জেরেই পড়ুয়াদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।

অভিভাবকদের যা অভিযোগ…
সোমা ভৌমিক নামে এক অভিভাবিকার অভিযোগ, ‘এর আগেও অনেকবার হয়েছে। আমরা নিজেরা স্যার-ম্যাডামদের সঙ্গে মিটিং করেছে। আমার চাইছি যাতে কথাটা বাইরে না যায়। স্কুলেরও একটা বদনামের বিষয় আছে। আমার ছেলে বাড়িতে গিয়ে বাজে ভাষা বলেছে, বলে স্কুলে এইরকম ভাষায় কথা হয়। আজকেও সেই স্যার-ম্যাডামদের মধ্যে ঝামেলা।’

বিথিকা ঘরামি নামে আরও এক অভিভাবিকা বলেন, ‘হেডস্যার এতদিন ছিলেন না, বেড়াতে গিয়েছিলেন। তিনি না থাকাকালীন স্কুলে অনেক ঝামেলা হয়েছে। এমনও বলা হয়েছে, যে আমরা অভিভাবকরা ঘুষ খেয়ে নাকি দিদিমণির হয়ে কথা বলছি। আজ দেখছি হেড স্যার আসার পরেও তাঁরা ঝামেলা করে যাচ্ছেন। ক্লাস চালু হয়ে গিয়েছে। কিন্তু তাঁরা ক্লাসে যাননি। হেড স্যার ক্লাসে চলে গেলেন, কিছু বললেন না।’ এক্ষেত্রে অভিভাবক-অভিভাবিকাদের দাবি, বদলি করে দেওয়া হোক ওই শিক্ষিকাদের।

যা বলছেন প্রধান শিক্ষক…
শিক্ষিকাদের মধ্যে এই অশান্তি ও বাকবিতণ্ডার বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘এটা সত্যি কথা। এর আগে আমরা জানিয়েছি। বারাসত কাউন্সিল থেকেও আমাদের ডেকেছিল। আজ একজন বললেন,স্যার আমার শরীর খারাপ লাগছে। কিছুক্ষণ পর আরও একজন চলে গেলেন। এই রকম অবস্থার মধ্যে আমাকে ক্লাস করাতে হচ্ছে। আমি দায়বদ্ধতা থেকে বারসতে কাউন্সিল পর্যন্ত গিয়েছি। স্থায়ী সমাধান একমাত্র এসআই দিতে পারবেন।’

অতীতেও ঘটেছে এমন ঘটনা
প্রসঙ্গত, এর আগে কোচবিহারে স্কুলের মধ্যেই দুই শিক্ষকের গণ্ডগোলকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার জেরে ভন্ডুল হয়ে যায় পঠনপাঠন। উত্তেজিত দুই শিক্ষকের রুদ্রমূর্তি দেখে হুড়োহুড়ি পড়ে যায় স্কুলে। গত সেপ্টেম্বরে কোচবিহারের চ্যাংড়াবান্ধা হাইস্কুলে ঘটনাটি ঘটে। ঘটনায় আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে দেয় ছাত্রছাত্রীরা। ছুটে যান প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। দুই শিক্ষকের মধ্যে গন্ডগোল এতটাই তীব্র আকার ধারণ করে যে, শেষ পর্যন্ত পুলিশকে ডাকতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। আর এবার নৈহাটিতে ঘটে গেল এমন ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version